হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসকে ‘যৌন সন্ত্রাসী’ আখ্যা, যুদ্ধবিরতির আহ্বান ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বেসামরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা। গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। সেসঙ্গে গত ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলে যৌন সন্ত্রাসের ব্যাপারে হামাসকে অভিযুক্ত করেছেন ক্যাথরিন কলোনা।

ইসরায়েলে সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছেন এলি কোহেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।

এ অবস্থায় ইসরায়েল সফরে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেছেন, ‘অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’ তবে ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার কথাও ভুলে যাওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সেদিন হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলিদের ওপর যৌন সন্ত্রাস ঘটেছিল উল্লেখ করে ক্যাথরিন কলোনা বলেন, ‘বলাই বাহুল্য, যে সব নারী নির্যাতনের শিকার হয়েছেন তাদের কথা বিশ্বাস করে ফ্রান্স। যারা এই ধর্ষণ এবং শরীর বিকৃতকরণের সাক্ষী হতে বাধ্য হয়েছিল, তাদের বক্তব্যও ফ্রান্স বিশ্বাস করে।’

এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, লেবাননে যুদ্ধ প্রতিরোধ করতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স।

তিনি আরও বলেন, ‘উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। তবে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব।’

লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের ব্যাপারেও ফ্রান্স সমাধান খুঁজছে বলে জানান ক্যাথরিন কলোনা। তিনি বলেন, ‘এসব আক্রমণের ব্যাপারে জবাবদিহি করা হবে। আমরা বেশ কয়েকটি সমাধানের ব্যাপারে ভাবছি যাতে এ রকম আক্রমণ আর না হয়।’

আরও পড়ুন:

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা