হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

 ১১ বছর পর আরব রাষ্ট্র সফরে বাশার আল আসাদ 

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো আরব রাষ্ট্র সফর করলেন দেশটির প্রেসিডেন্ট। গত শুক্রবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান। এই সফরকে মার্কিন মিত্র আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এই সফর এমন এক সময়ে হলো, যখন সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর ১১ বছর পূর্ণ হতে যাচ্ছে। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতাই দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

ডব্লিউএএম জানিয়েছে, বাশার আল আসাদ আরব আমিরাতের সঙ্গে সম্পর্কোন্নয়নের গুরুত্বারোপ করে বলেছেন, ‘সিরিয়া আরব অঞ্চলের নিরাপত্তার একটি মৌলিক স্তম্ভ এবং সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ডব্লিউএএমের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, আসাদ ও শেখ মোহাম্মদ উভয়েই নিজ নিজ দেশের পতাকার সামনের পাশে উষ্ণ সৌহার্দ্য বিনিময় করছেন এবং দাঁড়িয়ে হাসছেন। একই সঙ্গে কথা বলার সময় ইঙ্গিতপূর্ণ দৃষ্টি বিনিময় করছেন। এ ছাড়া বাশার শুক্রবার দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের সঙ্গেও দেখা করেছেন। 
 
তবে বাশার আল আসাদের আরব আমিরাত সফরের তীব্র সমালোচনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে ‘গভীর হতাশাজনক এবং ঝামেলাপূর্ণ’ আখ্যা দিয়ে বলেছে, ‘এটি আসাদকে বৈধতা দেওয়ার একটি আপাত প্রচেষ্টা।’ 

গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার বাইরে আসাদ কেবল ইরান ও রাশিয়া সফরে গিয়েছিলেন। বাশারের এই মিত্র দুই দেশই তাকে সিরিয়ার ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে বলে মন্তব্য বিশ্লেষকদের। 

উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর দিকে আরব আমিরাত বিদ্রোহীদেরই সমর্থন দিয়েছিল। 

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের