হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আগামী কয়েক সপ্তাহে ইসরায়েলিরা দেশে ফিরতে পারবে না: সিভিল অ্যাভিয়েশন প্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একেবারেই ফাঁকা হয়ে পড়েছে। ছবি: এএফপি

ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় দেশের বাইরে অবস্থানরত ইসরায়েলিদের দেশে ফিরতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান শমুয়েল জাকাই।

ইরানে ব্যাপক বিমান হামলার জেরে শুক্রবার থেকে ইসরায়েল তাদের আকাশসীমা থেকে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দিয়েছে। ফলে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একেবারেই ফাঁকা হয়ে পড়েছে—এমনই একটি ছবি প্রকাশ করেছে এএফপি।

শমুয়েল জাকাই বলেন, ‘ফ্যান্টাসি তৈরি না করাই ভালো। বিমানবন্দর পুরোপুরি চালু হবে না; ধাপে ধাপে, ধীরগতিতে শুরু হবে কার্যক্রম। কোনো সময় তা আবার বন্ধও হতে পারে। আমাদের প্রথম লক্ষ্য মানুষ ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করা।’

গতকাল শুক্রবার ১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়, যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের ভূখণ্ডে হামলা করে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় ইসরায়েল তার আকাশসীমা বন্ধ করে দেয়, যার ফলে বিশ্বজুড়ে আটকে পড়েছেন হাজারো ইসরায়েলি নাগরিক। বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের দেশে ফেরা অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আকাশপথ আবার চালু করতে গেলে শুধু সামরিক ঝুঁকি নয়, বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করাও অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে