হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রচণ্ড গরমে মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত হলো

সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্র মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত শুক্রবার থেকে শুরু হয়ে পুরো গ্রীষ্মে জুমার খুতবা ও নামাজের সময়কাল কমিয়ে ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। আগে জুমার খুতবা সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হতো।

নির্দেশনায় প্রথম আজান এবং দ্বিতীয় আজানের মধ্যের সময়কে ১০ মিনিট করা হয়েছে। পেছানো হয়েছে প্রথম আজানের সময়। গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস এই ঘোষণা দিয়েছেন। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সরকারি নির্দেশের প্রশংসা করে শেখ আল-সুদাইস বলেছেন, আল্লাহর অতিথিদের সুস্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আগ্রহকে প্রতিফলিত করে এসব নির্দেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ইসলামের দুটি পবিত্রতম মসজিদে জুমার নামাজের আগে নির্ধারিত খুতবা চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। দেশটিতে চলমান গ্রীষ্মের প্রচণ্ড গরমে মুসল্লিদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মক্কায় এ বছর প্রচণ্ড গরমে ১ হাজার ৮১ জন হজযাত্রীর মৃত্যুর কথা জানিয়েছে প্রায় ১০টি দেশ।

হজের সময় নির্ধারিত হয় ইসলামিক চান্দ্র পঞ্জিকা অনুসারে। সে হিসাবে এ বছরও হজ পড়েছিল সৌদি আরবের গ্রীষ্মে, যখন দেশটিতে থাকে ভয়াবহ গরম। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র গত সপ্তাহে মক্কার গ্র্যান্ড মসজিদে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

গত মাসে প্রকাশিত সৌদি সমীক্ষায় বলা হয়েছিল, প্রতি দশকে অঞ্চলটিতে তাপমাত্রা শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে।

দেশটির আবহাওয়া বিভাগ (এনসিএম) গতকাল শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশটির বেশির ভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়ে বলেছে, এ সময় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা