হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জিম্মিদের নেওয়া হয়েছিল শিফায়, সিসিটিভি ফুটেজ থেকে ইসরায়েলের দাবি

গাজার সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাসের হাতে থাকা জিম্মিদের সেই হাসপাতালে প্রবেশের প্রমাণ সেই ফুটেজে রয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর প্রায় ২৪০ জনকে জিম্মি করে হামাস। তারপর সেই জিম্মিদের গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। সেদিন জিম্মি অবস্থায় ইসরায়েলের একজন সৈন্যকে সেই হাসপাতালে মেরে ফেলা হয় বলেও দাবি করেছে তারা। গত রোববার আইডিএফের একজন মুখপাত্র বলেন, ১৯ বছর বয়সী করপোরাল নোয়া মারসিয়ানোকে আল-শিফা হাসপাতালে এনে হত্যা করেছে হামাস।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আল-শিফা হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গের মধ্যে হামাসের কার্যালয়ের সন্ধান পেয়েছে আইডিএফ। তারা দাবি করেছে, সেখান থেকে অভিযান নিয়ন্ত্রণ করে হামাস। তবে হামাস এই দাবি অস্বীকার করেছে।

আইডিএফ প্রধান রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, প্রাপ্ত তথ্য সম্পর্কে নোয়ার (নোয়া মারসিয়ানো) পরিবারকে আমরা অবগত করেছি যে, শিফার কাছেই তাকে অপহরণ করা হয়। নোয়ার অপহরণকারী হামাস যোদ্ধা নিহত হয়েছিল আইডিএফের বিমান হামলায়। নোয়া কিছুটা আহত হয়েছিল। তাকে আল-শিফায় নিয়ে খুন করেছে হামাস।

আইডিএফের এই অভিযোগও অস্বীকার করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি আগে থেকেই বলে আসছিল যে, ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে নোয়া মারিসিয়ানোর মৃত্যু হয়েছে।

আইডিএফ দাবি করেছে, আলোচিত ফুটেজটি গত ৭ অক্টোবরের, যেদিন হামাস ইসরায়েলে হামলা চালিয়েছিল। ফুটেজটিতে দেখা যায়, দুজন বন্দীকে আল-শিফা হাসপাতালে নিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। এর মাঝে একজন যেতে চাচ্ছিলেন না এবং অপরজন স্ট্রেচারে শুয়ে ছিলেন।

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগ আইডিএফের দাবির প্রতিক্রিয়ায় বলেছে, ফুটেজটির সত্যতা নিরূপণ করা তাদের পক্ষে সম্ভব নয়। গাজায় স্বাস্থ্য সেবা ধ্বংস হয়ে যাওয়ার সম্পূর্ণ দায় ইসরায়েলের।

উল্লেখ্য, গাজার উত্তরাংশে অবস্থিত আল-শিফা হাসপাতালের নিচে হামাসের একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার রয়েছে বলে দাবি করে আছে আইডিএফ। এই দাবির ভিত্তিতে হাসপাতালটিতে হামলা করে আন্তর্জাতিক নিন্দার মুখেও পড়েছে ইসরায়েল। এখন দাবিটির সত্যতা প্রমাণের চাপও রয়েছে তাদের ওপর।

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ