হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে দালান ধসে নিহত ৩১, আহত ৩৭ 

ইরানের আবাদান শহরে দালান ধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার বিধ্বস্ত ওই দালান থেকে আরও ২ মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় সপ্তাহখানেক আগে আবাদান শহরের ওই দালানটি ধসে পড়েছিল। এক সপ্তাহ আগে ধসে পড়লেও উদ্ধারকারীরা এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

দেশটির পুলিশ এরই মধ্যে এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শহরটির বর্তমান ও সাবেক মেয়রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ছাড়া, দালানটি ধসের ঘটনায় এরই মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, আবাদানে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলে আসছে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসেছে। এরই মধ্যে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা দালানটি ধসের পর গত শনিবার ঘটনাস্থলের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তবে, পুলিশের সঙ্গে সংঘর্ষে কোনো হতাহতের খবর এখনো নিশ্চিত করতে পারেনি ইরানের কোনো সংবাদমাধ্যম।

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান