হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় সিরিয়ার ২ সেনা নিহত, বন্ধ দামেস্ক বিমানবন্দর

ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সৈন্য নিহত হয়েছেন। এই হামলার পর দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার সময় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলের লেক টাইবেরিয়াসের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুজন সিরীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ জন্য বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। 

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরে হামলার পাশাপাশি দামেস্কের দক্ষিণে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করেও হামলা করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। 

তবে এসব হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এই হামলার পর এক বছরেরও কম সময়ের মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। এর আগে গত ১০ জুনে দামেস্ক বিমানবন্দরে হামলা করেছিল ইসরায়েলি বিমানবাহিনী। তখন রানওয়েসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুই সপ্তাহ পর বিমানবন্দরটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছিল। 

এ ছাড়া গত সেপ্টেম্বরে আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তখন কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি। 

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বেশির ভাগ হামলার কথা অস্বীকার করেছে তারা। কখনো কখনো ইসরায়েল বলেছে, তারা সিরিয়ার মিত্র ইরানের সশস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থন করার জন্য লেবাননের হিজবুল্লাহ হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে, তাদের লক্ষ্য করে হামলা করেছে। 

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র