হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ত্রাণের অপেক্ষারত গাজাবাসীর ওপর ফিলিস্তিনিরাই গুলি চালিয়েছে, ইসরায়েলের দাবি

অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেনি ইসরায়েল। উল্টো আজ শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় মানবিক সহায়তার অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে সশস্ত্র ফিলিস্তিনিরা।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার গাজার নাগরিকেরা যখন ত্রাণবাহী গাড়ির আগমনের অপেক্ষায় ছিল তখন ‘সশস্ত্র ফিলিস্তিনিরা’ গুলি চালিয়েছে। এরপর গাজাবাসী ত্রাণের ট্রাক লুট করেছে। আর তখনো গুলি চালিয়ে গেছে সশস্ত্র ফিলিস্তিনিরা।

তবে ইসরায়েলের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে, এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীই দায়ী।

এএফপি বলেছিল, গত বুধবার ত্রাণের অপেক্ষায় থাকা একদল ফিলিস্তিনির ওপর কোনো কারণ ছাড়াই গুলি চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হয়।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব পেশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মধ্যস্থতাকারীদের এবং যুক্তরাষ্ট্রকে পাঠানো সেই প্রস্তাবে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। হামাসের যুদ্ধবিরতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, ‘অবাস্তব’ দাবির ওপর ভিত্তি করে প্রস্তাবটি দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সৈন্যদের নির্বিচার গুলিতে অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয়েছিল আরও সাত শতাধিক ফিলিস্তিনি।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার