হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে হানিয়া হত্যাকাণ্ডের জবাব দিতে সময় নেবে ইরান: আইআরজিসি

ইসরায়েলকে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাব অবশ্যই দেবে ইরান। তবে এই জবাব দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দেশটি সময় নিয়ে জবাব দিতে চায়। আজ মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই ঘটনার পর থেকেই ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করে আসছে। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করলেও বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।

আইআরজিসি মুখপাত্র আলী মুহাম্মদ নায়েইনি বলেছেন, ‘সময় আমাদের অনুকূলে এবং অপেক্ষার সময় (ইসরায়েলকে হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়া ক্ষেত্রে) সম্ভবত খানিকটা দীর্ঘই হবে।’ তবে ঠিক কত দিন দীর্ঘ হতে পারে এ বিষয়ে কোনো তথ্য দেননি আইআরজিসির এই মুখপাত্র।

গত মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্‌রি। এই ঘটনার একদিন পর তেহরানের হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। ইরান, হিজবুল্লাহসহ তেহরানের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো উভয় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

নায়েইনি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া অতীতের অপারেশন থেকে ভিন্ন ধরনের হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক ইসরায়েলি হামলায় আইআরজিসি কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হন। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।

নায়েইনি বলেন, ‘আমাদের কমান্ডাররা জানেন কীভাবে শত্রুকে কার্যকরভাবে শাস্তি দিতে হয় এবং তারা তাড়াহুড়ো করে কাজ করার বশবর্তী নন।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের প্রতিশোধ নেওয়া হামলা হবে খুবই হিসেবি সুনির্দিষ্ট।’

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার