হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আক্রমণ ও প্রতিহতের সক্ষমতা কমে আসছে দুই দেশেরই

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি অংশ। ছবি: এএফপি

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে হামলার তুলনামূলক একটি চিত্র তুলে ধরেছে মার্কিন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (সিটিপি-আইএসডব্লিউ)। তাদের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ইরান ইসরায়েলে যে পরিমাণ হামলা করেছে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে তার পাঁচ গুন বিমান হামলা চালিয়েছে।

সিটিপি-আইএসডব্লিউ জানিয়েছে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনীর ১৯৭টি নিশ্চিত বা রিপোর্টকৃত বিমান হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর বিপরীতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মাত্র ৩৯টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বা প্রতিহত করার ঘটনা রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ‘উল্লেখযোগ্যভাবে হ্রাস’ পেয়েছে। এর কারণ হিসেবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সংরক্ষণাগার ধ্বংস হওয়াকে দায়ী করা হয়েছে।

অপরপক্ষে ইসরায়েলেরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা ক্রমেই কমে আসছে। এতে করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে ইসরায়েল দুর্বল হয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে প্রায় ৯টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলাটি ছিল গতকাল মঙ্গলবার ভোরের দিকে, যখন ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র একযোগে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল। যদিও এর অধিকাংশই ধ্বংস করা হয়েছে, তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং তাদের ধ্বংসাবশেষ হার্জলিয়া নামক একটি এলাকায় আঘাত হেনেছে। এই এলাকায় সামরিক ঘাঁটি বা সামরিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে বলে মনে করছে ইরান।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান ধ্বংস করেছে। তাদের বিশ্বাস, ইরানিরা এখন তাদের ইচ্ছামতো বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে না।

ইসরায়েলের তথ্য অনুযায়ী, শনিবারের পর থেকে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমেছে। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান; কিন্তু রোববার রাত থেকে সোমবার পর্যন্ত প্রায় ৬৫টি এবং সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় ৩০টি। এই পরিসংখ্যান ইঙ্গিত করে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা ক্রমে কমছে।

তবে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হচ্ছে এবং ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। সর্বশেষ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে শুক্রবার থেকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মোট ২৪ জন ইসরায়েলি নিহত হওয়ার খবর জানানো হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো ইন্টারসেপ্টরের ঘাটতি দেখা দিয়েছে। এতে করে ইরান থেকে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ইসরায়েলের সক্ষমতা প্রভাবিত হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সংবাদপত্রটিকে জানিয়েছেন, ওয়াশিংটন কয়েক মাস ধরে এই সক্ষমতা সমস্যার বিষয়ে অবগত ছিল এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্থল, সমুদ্র এবং আকাশে থাকা সিস্টেম দিয়ে শক্তিশালী করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ‘গোলাবারুদ সম্পর্কিত বিষয়ে’ মন্তব্য করতে অস্বীকার করেছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে