হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের হামলায় ইসরায়েলের এক অনুষ্ঠানেই নিহত ২৬০ 

ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত ৭০০ ছাড়িয়েছে। যার মধ্যে একটি অনুষ্ঠানেই নিহত হয় ২৬০ জন। গাজা-ইসরায়েল সীমান্তে নেগেভ মরুভূমিতে অনুষ্ঠিত হচ্ছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। ইহুদিদের ধর্মীয় সুকোট উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানে সারা রাত নাচগান হওয়ার কথা ছিল। শনিবার সকালে হামাস সেখানে হামলা চালায়। ইসরায়েলি উদ্ধারকার্য পরিচালনা করা জাকা সার্ভিস জানিয়েছে তারা সেখান থেকে ২৬০টি মরদেহ উদ্ধার করেছে।  

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শনিবার হামাস যতগুলো বড় হামলা করেছে তার মধ্যে নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামলা অন্যতম। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে,  অনুষ্ঠানস্থল থেকে অনেককেই অপহরণ করেছে হামাস। 

একজন জার্মান নারী দাবি করেছেন, তাঁর ধারণা উৎসবে যোগ দেওয়া তাঁর মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছেন। 

উৎসবের স্থানটিতে তিনটি স্টেজ ছিল। তাঁবু ফেলার জায়গা ছাড়াও খাবার এবং মদ্যপানের জন্য আলাদা আলাদা স্থান নির্ধারিত ছিল। অ্যাডাম ব্যারেল নামে একজন জানান, তিনি তাঁর গাড়িতে চড়ে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করতে চাইছিলেন। কিন্তু খুব কাছে থাকা একটি জিপ থেকে অস্ত্রধারীরা তার গাড়িটিকে উদ্দেশ্য করে গুলি শুরু করে। এ অবস্থায় তিনি গাড়ি থেকে কোনোক্রমে নেমে দৌড়াতে শুরু করেন। ব্যারেল বলেন, যে যেদিকে পারছিল, পালাচ্ছিল।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল