হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের হামলায় ইসরায়েলের এক অনুষ্ঠানেই নিহত ২৬০ 

ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত ৭০০ ছাড়িয়েছে। যার মধ্যে একটি অনুষ্ঠানেই নিহত হয় ২৬০ জন। গাজা-ইসরায়েল সীমান্তে নেগেভ মরুভূমিতে অনুষ্ঠিত হচ্ছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। ইহুদিদের ধর্মীয় সুকোট উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানে সারা রাত নাচগান হওয়ার কথা ছিল। শনিবার সকালে হামাস সেখানে হামলা চালায়। ইসরায়েলি উদ্ধারকার্য পরিচালনা করা জাকা সার্ভিস জানিয়েছে তারা সেখান থেকে ২৬০টি মরদেহ উদ্ধার করেছে।  

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শনিবার হামাস যতগুলো বড় হামলা করেছে তার মধ্যে নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামলা অন্যতম। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে,  অনুষ্ঠানস্থল থেকে অনেককেই অপহরণ করেছে হামাস। 

একজন জার্মান নারী দাবি করেছেন, তাঁর ধারণা উৎসবে যোগ দেওয়া তাঁর মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছেন। 

উৎসবের স্থানটিতে তিনটি স্টেজ ছিল। তাঁবু ফেলার জায়গা ছাড়াও খাবার এবং মদ্যপানের জন্য আলাদা আলাদা স্থান নির্ধারিত ছিল। অ্যাডাম ব্যারেল নামে একজন জানান, তিনি তাঁর গাড়িতে চড়ে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করতে চাইছিলেন। কিন্তু খুব কাছে থাকা একটি জিপ থেকে অস্ত্রধারীরা তার গাড়িটিকে উদ্দেশ্য করে গুলি শুরু করে। এ অবস্থায় তিনি গাড়ি থেকে কোনোক্রমে নেমে দৌড়াতে শুরু করেন। ব্যারেল বলেন, যে যেদিকে পারছিল, পালাচ্ছিল।

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ