হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের হামলায় ইসরায়েলের এক অনুষ্ঠানেই নিহত ২৬০ 

ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত ৭০০ ছাড়িয়েছে। যার মধ্যে একটি অনুষ্ঠানেই নিহত হয় ২৬০ জন। গাজা-ইসরায়েল সীমান্তে নেগেভ মরুভূমিতে অনুষ্ঠিত হচ্ছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। ইহুদিদের ধর্মীয় সুকোট উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানে সারা রাত নাচগান হওয়ার কথা ছিল। শনিবার সকালে হামাস সেখানে হামলা চালায়। ইসরায়েলি উদ্ধারকার্য পরিচালনা করা জাকা সার্ভিস জানিয়েছে তারা সেখান থেকে ২৬০টি মরদেহ উদ্ধার করেছে।  

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শনিবার হামাস যতগুলো বড় হামলা করেছে তার মধ্যে নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামলা অন্যতম। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে,  অনুষ্ঠানস্থল থেকে অনেককেই অপহরণ করেছে হামাস। 

একজন জার্মান নারী দাবি করেছেন, তাঁর ধারণা উৎসবে যোগ দেওয়া তাঁর মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছেন। 

উৎসবের স্থানটিতে তিনটি স্টেজ ছিল। তাঁবু ফেলার জায়গা ছাড়াও খাবার এবং মদ্যপানের জন্য আলাদা আলাদা স্থান নির্ধারিত ছিল। অ্যাডাম ব্যারেল নামে একজন জানান, তিনি তাঁর গাড়িতে চড়ে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করতে চাইছিলেন। কিন্তু খুব কাছে থাকা একটি জিপ থেকে অস্ত্রধারীরা তার গাড়িটিকে উদ্দেশ্য করে গুলি শুরু করে। এ অবস্থায় তিনি গাড়ি থেকে কোনোক্রমে নেমে দৌড়াতে শুরু করেন। ব্যারেল বলেন, যে যেদিকে পারছিল, পালাচ্ছিল।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার