হামাস-ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে ১১তম দিনে। এর আগে বিগত ১০ দিনে অর্থাৎ গতকাল সোমবার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে। এই সময়ে ইসরায়েলি হামলার কারণে আহত হয়েছে আরও প্রায় ১১ হাজার। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (সোমবার) ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২৫৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অন্তত ৫৬২ জন। এ অবস্থায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে। নিহতদের মধ্যে ৬৪ শতাংশই নারী ও শিশু, যার মধ্যে নারী ৯৩৬ জন ও শিশু ৮৫৩ জন। আহত হয়েছে ১০ হাজার ৮৫০ জন।
কেবল সাধারণ মানুষই নিহত হয়নি, ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন হাসপাতালের অন্তত ৩৭ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন।
এ ছাড়া ইসরায়েলি হামলায় ৩ হাজার ৭৩১টি আবাসিক ভবনের সাড়ে ১০ হাজার হাউজিং ইউনিট বিধ্বস্ত হয়েছে। এর বাইরে আরও প্রায় ১০ হাজার হাউজিং ইউনিট আংশিক বিধ্বস্ত হয়েছে এবং আরও ৭ হাজার ১০০ হাউজিং ইউনিট বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ১৮টি স্কুল পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, দেড় শতাধিক স্কুল আংশিক বিধ্বস্ত হয়েছে।
উল্লেখ্য, ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান, স্থল এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালিয়েছে ইসরায়েল।