হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আর বাধ্যতামূলক মাস্ক পরতে হবে না ইসরায়েলিদের

দেশের অর্ধেকের বেশি জনগণ করোনার ভ্যাকসিনের অন্তত প্রথম ডোজ নিয়েছেন। ফলে ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা তুলে নিয়েছে ইসরায়েল। আজ রোববার থেকে ইসরায়েলিদের ঘরের বাইরে গেলে আর মাস্ক পরতে হবে না।

ইসরায়েল সরকার বলছে, দেশের প্রায় ৬০ শতাংশ জনগণ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ আর নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি নেই। এ কারণেই মাস্ক বাধ্যতামূলক না রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

করোনায় বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মারা যাওয়া মানুষের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজারের বেশি। আর করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৩ কোটি ২৩ লাখের বেশি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ইসরায়েলে এ পর্যন্ত ৮ লাখ ৩৬ হাজার ৮৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ ভাইরাসের সংক্রমণে মারা গেছে ৬ হাজার ৩৩১ জন।

সংক্রমণের দিক দিয়ে বিশ্বে এখন দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে  ১ কোটি ৪৭ লাখের বেশি করোনায় সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। একই হিসাবে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৮ লাখের বেশি । তবে করোনায় মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ।

 এদিকে বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত দুই মাসে বিশ্বে নতুন করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

এবার সোমালিয়া-মিসরের সঙ্গে সামরিক জোট গঠনের পথে সৌদি আরব

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

গাজায় এক দিনে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১

গাজা শাসনে ট্রাম্পের শান্তি পরিষদে থাকছেন নেতানিয়াহুও

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু