হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বন্যার পর এবার আরব আমিরাতে ঘন কুয়াশার প্রকোপ

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সপ্তাহ না পেরোতেই এবার সংযুক্ত আরব আমিরাতের বড় একটি অংশজুড়েই ঘন কুয়াশা দেখা দিয়েছে। দেশটির রাজধানী আবুধাবি ও ওমান সীমান্তবর্তী শহর আল আইনে বসবাসরতদের গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আবহাওয়াবিদেরা আবুধাবি ও আল আইনের গাড়িচালকদের ধীরে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শহর দুটিতে ঘন কুয়াশার কারণে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মিটিওরোলজির আজ বুধবার সকালে রেমা থেকে আল-খাজনা অঞ্চল পর্যন্ত আবুধাবি-আল আইন মহাসড়কের ওপর কুয়াশার কথা জানিয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় গাড়িচালকদের সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে। 

সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহের সোমবার ভোররাত থেকেই শুরু হওয়া বৃষ্টিপাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির মহাসড়কগুলো বন্ধ হয়ে যায়। সে সময় দেশটিতে একজনের মৃত্যুও হয়। পরে বন্যার কারণে গাড়িতে আটকে বিশুদ্ধ বাতাসের অভাবে মারা যান আরও দুজন। 

এ ছাড়া, প্রতিবেশী দেশ ওমানে বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বন্যায় গাড়িতে ভেসে যাওয়া ১২ জন স্কুল শিক্ষার্থীও ছিল। এর বাইরে বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টিপাত হয়েছে সে সময়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন