হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া-ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধবিরতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের মানুষদের অস্ত্র ত্যাগ করে অন্য সংখ্যালঘুদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নতুন এক সিরীয় পরিচয় গড়ে তোলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিবদমান দুপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৪৮ ঘণ্টার জন্য সুইদা জেলায় [সিরীয়] অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিতভাবে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।

এর আগে বুধবার সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়েও। ব্যাপক হামলা হয় সুইদা অঞ্চলে অবস্থিত সরকারি বাহিনীর ওপরও। ইসরায়েলের দাবি, তারা সুইদায় দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষায় এই হামলা চালিয়েছে। এই অঞ্চলে সম্প্রতি দ্রুজ ও বেদুইন সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে জাতিগত সংঘাতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রায় দশ লাখ দ্রুজ জনগণকে ‘ভাই’ বলে অভিহিত করে আসছেন। ইসরায়েলেও প্রায় দেড় লাখ দ্রুজ জনগোষ্ঠী বসবাস করে। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় গত বুধবার সিরীয় সরকার ও দ্রুজ নেতাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সেই দিনই ফের বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৪ জন।

এই হামলার পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘দ্রুজ নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা সরকারের অগ্রাধিকার। আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চাই না। ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনোভাবেই তা সফল হতে দেব না।’

তবে, গতকাল শুক্রবার ফের সুইদা জেলায় দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরীয় সরকার সেখানে একটি বিশেষ বাহিনী মোতায়েন করেছে।

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের