হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হুতি হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫

আজকের পত্রিকা ডেস্ক­

হুতি হামলায় বিধ্বস্ত হওয়া জাহাজের ছয় ক্রুকে জীবিত উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী।

লোহিত সাগরে আবারও একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বিধ্বস্ত অবস্থায় দুই দিন ভেসে থাকার পর গতকাল বুধবার ডুবে গেছে জাহাজটি। এ ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৫ জন। জাহাজের ছয় ক্রুকে জীবিত উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন ফিলিপাইন নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিক। ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপিডেসের তথ্যমতে, জাহাজটিতে মোট সদস্য ছিল ২২ জন। হুতি হামলার শিকার লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিস মালিকানাধীন ওই জাহাজটির নাম এটারনিটি সি।

গত সোমবার জাহাজটিতে হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। মানববিহীন নৌকা আর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। সেকারণেই জাহাজটিতে হামলা চালানো হয় বলে জানান তিনি। তাঁর দাবি—জাহাজের একাধিক ক্রুকে নিরাপদে সরে যেতে সহায়তা করেছে হুতিরা। এমনকি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবাও দিয়েছে তারা।

হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুতিরা। প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, হামলার আগে জাহাজের চালক ও ক্রুদের সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। আর তারপরই জাহাজটিকে বিস্ফোরিত হতে দেখা যায়।

এদিকে, হুতিদের বিরুদ্ধে জীবিত বেশ কয়েকজন ক্রুকে অপহরণ করার অভিযোগ তুলেছে ইয়েমেনের মার্কিন মিশন। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে তারা।

ব্রিটিশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার গত মঙ্গলবার জানায়, হামলায় জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রপালশন ব্যবস্থা পুরোপুরিভাবে অকার্যকর করে দিয়েছে হুতিরা।

যুক্তরাজ্যভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানায়, ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর নগরীর উপকূলে ডুবে গেছে।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল