হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনি সেনার গুলিতে দুই সৌদি সেনা কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

ইয়েমেনের সেনাবাহিনীর এক সৈন্যর গুলিতে সৌদি আরবের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গত শুক্রবার (৮ নভেম্বর) এ ঘটনা ঘটে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, প্রশিক্ষণ চলার সময় হঠাৎ করে ওই ইয়েমেনি সেনা সৌদির কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজন নিহত হওয়ার পাশাপাশি একজন গুরতর আহত হন।

হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সেনা পাঠিয়েছে সৌদি আরব। এ ছাড়া দেশটিতে ব্যাপক বিমান হামলাও চালিয়েছে তাঁরা। তবে গত এক বছর ধরে সৌদি ও হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যে হুথিরা লোহিত সাগরে চলাচলরত অসংখ্য জাহাজে হামলা চালালেও যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে সৌদির সেনারা পাল্টা কোনো হামলা চালায়নি।

সৌদির সেনাদের ওপর হামলার ঘটনার দায় স্বীকার করেনি হুথিরা। তবে তাঁদের এক কর্মকর্তা বলেছেন, দখলদারদের বিরুদ্ধে কঠিন বাস্তবতা শুরুর ইঙ্গিত এটি।

শুক্রবার রাতে রাজধানী সানা থেকে ৫০০ কিলোমিটার দূরের শহর সিয়ুনে ঘটে এই ঘটনা। সৌদির নেতৃত্বাধীন ওই ঘাঁটিতে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, তখন ওই ইয়েমেনি সেনা প্রকাশ্যে গুলি ছোড়েন। তার গুলিতে নিহত ও আহতদের সৌদি আরবে ফিরিয়ে আনা হয়েছে। তবে এই ঘটনা সৌদির নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কার্যক্রমে প্রভাব পড়বে না বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে রোববার সকালে হুথিদের অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার পর নতুন করে হুথিদের ওপর হামলা চালানো হয়।

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি