হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিক্ষোভে উত্তাল ইরান, নিরাপত্তাবাহিনীর ২ সদস্য নিহত 

গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে উত্তাল ইরানে এখন প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। একদিকে বিক্ষোভকারীরা যেমন নিহত হচ্ছে আরেকদিকে প্রাণ যাচ্ছে নিরাপত্তাবাহিনীর সদস্যদেরও।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবারের আন্দোলনে নিরাপত্তাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, শনিবার রাজধানীর দক্ষিণে আন্দোলনকারীরা নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আধা-সামরিক বাহিনী বাসিজের এক সদস্য। পরে তার মৃত্যু হয়। এছাড়া কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানন্দাজে বিক্ষোভের সময় একজন গার্ডস সদস্য নিহত হয়েছেন। রাজধানী তেহরানের বিভিন্নস্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। উত্তেজিত বিক্ষোভকারীরাও পুলিশ বুথে আগুন দেয়।

স্থানীয় মিডিয়ার তথ্য মতে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১৪ সদস্য নিহত হয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার তেহরান ও সানন্দাজসহ বিভিন্ন শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এদিকে চলমান বিক্ষোভে কত সংখ্যক বিক্ষোভকারী নিহত হয়েছেন সেটির সঠিক হিসেব নেই। গত ২৭ সেপ্টেম্বর ফার্স নিউজ ৬০ বিক্ষোভকারী নিহতের তথ্য জানিয়েছিল। কিন্তু এর পর থেকে তারা আর তথ্য জানায়নি। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অবশ্য বলছে, দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন নিহত হয়েছে।

উল্লেখ্য, হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে মাশা আমিনি নামের কুর্দি তরুণীকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা পুলিশ (মোরালিটি পুলিশ)। তিন দিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস, বেয়নেট, জলকামান ও গুলির মতো প্রচলিত অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। বিক্ষোভে হতাহতের পাশাপাশি চলছে গণহারে গ্রেপ্তার। মানবাধিকার সংস্থাগুলো বলছে, দেশটিতে হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে।

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির