হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পর্যটকদের জন্য ‘কফি কানুন’ চালুর পর শিথিল করল ইথিওপিয়া

বিশ্বখ্যাত অ্যারাবিকা কফির জন্মস্থান বলা হয় ইথিওপিয়াকে। দেশটির বৈদেশিক মুদ্রার ৬০ শতাংশই আসে কফি রপ্তানি করে। তবে ইথিওপিয়ায় ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের জন্য সম্প্রতি কফি বিষয়ক একটি বিধি-নিষেধ জারি হয়েছিল। বলা হয়েছিল, ইথিওপিয়া থেকে ফেরার সময় পর্যটকেরা চাইলেও সঙ্গে কফি নিতে পারতেন না। শেষ পর্যন্ত আইনটি শিথিল করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। 

আজ শনিবার রুশ গণমাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়া থেকে ফেরার সময় এখন থেকে ২ কেজি পর্যন্ত কফি সঙ্গে নিতে পারবেন পর্যটকেরা। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত রুশ দূতাবাসের বরাতে এই খবর জানানো হয়। 

এর আগে গত সোমবার শুল্ক আইন পরিবর্তনের জের ধরে পর্যটকদের কফি বহনে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। 

নিষেধাজ্ঞাটি শিথিল করার বিষয়ে একটি টেলিগ্রাম চ্যানেল রুশ দূতাবাস বলেছে, ‘ইথিওপিয়ার শুল্ক কর্তৃপক্ষ পূর্বের সিদ্ধান্তটি পরিষ্কার করেছে। তারা জানিয়েছেন, দেশটি থেকে ফেরার পথে বিমানযাত্রীদের একেক জন ব্যক্তিগত ব্যবহারের জন্য ২ কেজি পর্যন্ত কফি সঙ্গে নিতে পারবেন।’ 

বিষয়টি নিয়ে মস্কোতে ইথিওপিয়ার দূতাবাস জানিয়েছে, বিধি-নিষেধ দেশটির বাণিজ্যিক কফির বাজারে প্রভাব ফেলে না। 

আফ্রিকান দেশগুলোর মধ্যে কফি উৎপাদনে শীর্ষস্থান দখল করে আছে ইথিওপিয়া। আর বৈশ্বিকভাবে দেশটির অবস্থান পঞ্চম স্থানে। কফি উৎপাদনে শীর্ষ পাঁচে থাকা দেশগুলোর মধ্যে বাকি চারটি হলো-ব্রাজিল, ভিয়েতনাম, কলম্বিয়া ও ইন্দোনেশিয়া।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার