হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় দুই মাসে ২০০ শিশু নিহত: ইউনিসেফ

গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে। ছবি: রয়টার্স

গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

লেবাননে এক বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করলে সংঘর্ষ যুদ্ধে রূপ নেয়।

ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সংবাদ সম্মেলনে বলেন, ‘লেবাননে গত দুই মাসেরও কম সময়ে ২০০ জন শিশু নিহত হয়েছে। অথচ যাদের হাতে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা, তাঁরা নিষ্ক্রিয় হয়ে আছে। লেবানন এখন শিশুদের জন্য একটি ভয়াবহ স্থানে পরিণত হয়েছে।’

তবে লেবাননের হত্যাকাণ্ডে কারা জড়িত সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তা আপনাদের সবার জানা।’

জেমস এলডার জানান, লেবানন ও গাজায় চলমান সংঘর্ষের মধ্যে গা শিউরানো মিল খুঁজে পাওয়া যায়। কারণ, ইসরায়েল-হামাস সংঘর্ষে গত ১৩ মাসে ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যেও অনেক শিশু আছে।

যুদ্ধ বিধ্বস্ত এসব শিশুদের মাঝে মনোসামাজিক সাহায্যের পাশাপাশি চিকিৎসাসেবা, খাবার ও ঘুমের সরবরাহ করছে ইউনিসেফ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি