হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় দুই মাসে ২০০ শিশু নিহত: ইউনিসেফ

গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে। ছবি: রয়টার্স

গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

লেবাননে এক বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করলে সংঘর্ষ যুদ্ধে রূপ নেয়।

ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সংবাদ সম্মেলনে বলেন, ‘লেবাননে গত দুই মাসেরও কম সময়ে ২০০ জন শিশু নিহত হয়েছে। অথচ যাদের হাতে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা, তাঁরা নিষ্ক্রিয় হয়ে আছে। লেবানন এখন শিশুদের জন্য একটি ভয়াবহ স্থানে পরিণত হয়েছে।’

তবে লেবাননের হত্যাকাণ্ডে কারা জড়িত সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তা আপনাদের সবার জানা।’

জেমস এলডার জানান, লেবানন ও গাজায় চলমান সংঘর্ষের মধ্যে গা শিউরানো মিল খুঁজে পাওয়া যায়। কারণ, ইসরায়েল-হামাস সংঘর্ষে গত ১৩ মাসে ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যেও অনেক শিশু আছে।

যুদ্ধ বিধ্বস্ত এসব শিশুদের মাঝে মনোসামাজিক সাহায্যের পাশাপাশি চিকিৎসাসেবা, খাবার ও ঘুমের সরবরাহ করছে ইউনিসেফ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান