হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় দুই মাসে ২০০ শিশু নিহত: ইউনিসেফ

গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে। ছবি: রয়টার্স

গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

লেবাননে এক বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করলে সংঘর্ষ যুদ্ধে রূপ নেয়।

ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সংবাদ সম্মেলনে বলেন, ‘লেবাননে গত দুই মাসেরও কম সময়ে ২০০ জন শিশু নিহত হয়েছে। অথচ যাদের হাতে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা, তাঁরা নিষ্ক্রিয় হয়ে আছে। লেবানন এখন শিশুদের জন্য একটি ভয়াবহ স্থানে পরিণত হয়েছে।’

তবে লেবাননের হত্যাকাণ্ডে কারা জড়িত সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তা আপনাদের সবার জানা।’

জেমস এলডার জানান, লেবানন ও গাজায় চলমান সংঘর্ষের মধ্যে গা শিউরানো মিল খুঁজে পাওয়া যায়। কারণ, ইসরায়েল-হামাস সংঘর্ষে গত ১৩ মাসে ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যেও অনেক শিশু আছে।

যুদ্ধ বিধ্বস্ত এসব শিশুদের মাঝে মনোসামাজিক সাহায্যের পাশাপাশি চিকিৎসাসেবা, খাবার ও ঘুমের সরবরাহ করছে ইউনিসেফ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি