হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

লাতিন অঞ্চলে মার্কিন হুমকির বিরুদ্ধে প্রতিরোধের ডাক কিউবার

আজকের পত্রিকা ডেস্ক­

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। ছবি: এএফপি

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপকে ‘ঐতিহাসিক ও অস্তিত্বের হুমকি’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে কিউবা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও রাজনৈতিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে এই আহ্বান জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ।

সোমবার (৫ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম ‘টিআরটি’ জানিয়েছে, ‘কমিউনিটি অব লাতিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস’ (সেলাক)-এর এক জরুরি শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রদ্রিগেজ বলেন—যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু কোনো একটি দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তিনি বলেন, ‘এই হুমকি রাজনৈতিক বা আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে—এটি আমাদের সবার অস্তিত্বের প্রশ্ন।’

রদ্রিগেজ আরও বলেন, ‘লাতিন আমেরিকা কোনো বিতর্কিত ভূখণ্ড নয়, এটি কারও সম্পত্তিও নয়। এই অঞ্চল শুধু তার জনগণের সার্বভৌমত্বের অধিকারভুক্ত।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার তেল শিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার বক্তব্যকে উপনিবেশবাদী মানসিকতার প্রতিফলন বলেও উল্লেখ করেন রদ্রিগেজ।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করেন। সোমবার তাঁদের সাধারণ কয়েদির বেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে হাজির করা হয় এবং মাদক পাচার ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত গোষ্ঠীর সঙ্গে সহযোগিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং কারাকাস সরকার এই আটককে ‘অপহরণ’ বলে অভিহিত করে তাঁদের মুক্তির দাবি জানিয়েছে।

রদ্রিগেজ সেলাক-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইনের ওপর বলপ্রয়োগ ও বর্বরতা যেন প্রাধান্য না পায়, সেই বিষয়ে এই অঞ্চলভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি, এই আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবিও তোলেন তিনি।

এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় তাদের ৩২ জন যোদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল ৫ ও ৬ জানুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

যেভাবে কপালে আঘাত পেয়েছেন মাদুরো ও তাঁর স্ত্রী

মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন সোনা বিক্রি, নেপথ্যে কী

ট্রাম্পের হুমকির মুখে থাকা লাতিন দেশগুলোর সমরশক্তি কেমন

মাদুরোর সহকারীর নেতৃত্ব মানেন না মাচাদো, দেশে ফেরার ঘোষণা

এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ

ভেনেজুয়েলায় ট্রাম্পের পদক্ষেপ মানবতার পথে বড় অগ্রগতি: মাচাদো

ভেনেজুয়েলায় অরক্ষিত হয়ে পড়েছে চীনা প্রযুক্তিগত অবকাঠামো

‘ঠিকঠাক’ করার নামে অন্তত ১৮ মাস ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প

প্রয়োজনে শপথ ভেঙে আবারও অস্ত্র হাতে তুলে নেব—ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো মাদুরো ও তাঁর স্ত্রীকে