হোম > বিশ্ব > ভারত

পালিয়ে বিয়ে করে সহায়তা চাইতে পুলিশের কাছে মন্ত্রীর মেয়ে

ভারতের তামিলনাড়ুতে এক মন্ত্রীর মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। পরিবারের ভয়ে বিয়ের পর আবার বেঙ্গালুরু পুলিশেরও সহায়তা চেয়েছেন ওই দম্পতি। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। 

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ুর এক মন্ত্রীর নববিবাহিতা কন্যা এক ব্যবসায়ীর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে পরিবারের ভয়ে বেঙ্গালুরু পুলিশে সুরক্ষা চেয়েছেন। 

তামিলনাড়ু সরকারের হিন্দু ধর্মীয় ও দাতব্য অর্পিত সম্পত্তি বিষয়কমন্ত্রী পি কে সেকার বাবুর মেয়ে জয়কল্যাণী পেশায় একজন ডাক্তার। বিয়ের পর জয়কল্যাণী তাঁদের নিরাপত্তা নিশ্চিতে বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার কমল পান্তের কাছে আবেদন করেন। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়কল্যাণী জানিয়েছেন, তিনি ও সতীশ কুমার বিগত ছয় বছর প্রেম করার পর সম্প্রতি বিয়ে করেছেন। 

তাঁর পরিবার তাঁর ও তাঁর স্বামীর জন্য হুমকি ছিল বলেই তিনি পুলিশি সুরক্ষা চেয়েছিলেন বলে জানান তিনি। 

এই দম্পতির বিয়েতে সহায়তাকারীদের মতে, হিন্দু রীতি অনুসারেই কর্ণাটকের রাইচুর জেলার হালাস্বামী মঠে জয়কল্যাণী ও সতীশের বিয়ে হয়। 

এর আগে, জয়কল্যাণীর বাবার মন্ত্রী সেকার বাবু তাঁর মেয়ে নিখোঁজ মর্মে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয় মন্ত্রী সন্দেহ করছেন, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি