হোম > বিশ্ব > ভারত

ভারত উপকূলে মালবাহী জাহাজে ড্রোন হামলা, ৩ যুদ্ধজাহাজ মোতায়েন 

ভারত মহাসাগরে ভারতের উপকূল থেকে ৪০০ কিলোমিটার দূরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এমভি চেম প্লুটো নামের ওই জাহাজে ২০ জন ভারতীয়সহ ২১ জন ক্রু ছিল। এ ঘটনার পর ঘটনাস্থলের আশপাশে তিনটি ভারতীয় যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় গতকাল সোমবার এমভি চেম প্লুটোয় ড্রোন হামলার ঘটনা ঘটে। ভারতীয় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। হামলার খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ডের বিক্রম নামের একটি জাহাজ এসকর্ট করে চেম প্লুটোকে মুম্বাই বন্দরে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মুম্বাই বন্দরে আসার পর ভারতীয় নৌবাহিনীর একটি বিশেষজ্ঞ দল জাহাজটি পরিদর্শন ও তদন্ত করে। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, এ ছাড়া যেখানে হামলার ঘটনা ঘটেছিল, সেখান থেকে বিভিন্ন আবর্জনা, নমুনা সংগ্রহ করা হয়েছে অধিকতর তদন্তের জন্য। 

এদিকে ভারতের জলসীমার কাছে বাণিজ্যিক জাহাজে এমন হামলার ঘটনায় সতর্ক অবস্থান গ্রহণ করেছে ভারতীয় নৌবাহিনী। এ অবস্থায় এই অঞ্চলে ডিটারেন্স বজায় রাখার জন্য ভারতীয় নৌবাহিনী তিনটি যুদ্ধজাহাজ ও একটি উদ্ধারকারী বিমান মোতায়েন করেছে। মোতায়েন করা যুদ্ধজাহাজ তিনটি হলো—আইএনএস মরমুগাও, আইএনএস কোচি ও আইএনএস কলকাতা। 

অন্যদিকে, মুম্বাইয়ে আনার পর এমভি চেম প্লুটোর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালায় জাহাজটির মালিক প্রতিষ্ঠান। এমভি চেম প্লুটো লাইবেরিয়ার পতাকাবাহী জাপানি মালিকানাধীন ও নেদারল্যান্ডস থেকে পরিচালিত রাসায়নিক পরিবহনকারী একটি মাদার ভেসেল।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি