হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি

ভারতে রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানোর অভিযোগ বেড়েই চলেছে। গতকাল সোমবার রাতে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গ্রেপ্তারের পর সেই অভিযোগ আরও বাড়ে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে অঙ্গরাজ্যের মন্ত্রীদের গ্রেপ্তারের নতুন সংস্কৃতি চালু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে। এমনই অভিযোগ জাতীয় সংসদের সদস্য ডা. শান্তনু সেনের। 

গতকাল সোমবার বিজেপি শাসিত ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) দীর্ঘ জেরা করার পর গ্রেপ্তার করে মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে। 

অনিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অনিলের দাবি, তাঁর বিরুদ্ধে আনা ইডির সব অভিযোগই মিথ্যা। তবে আজ তাঁকে আদালতে পেশ করা হলে ৬ নভেম্বর পর্যন্ত ইডির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। 

অনিলের সমর্থনে এনসিপি নেতা ও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী নবাব মালিকও বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন। তিনি বলেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অনিলকে। 

এর আগে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকেও কেন্দ্রীয় সংস্থা মাদক নিয়ন্ত্রণ ব্যুরো গ্রেপ্তার করলে একই অভিযোগ করেছিলেন মালিক। তাঁর অভিযোগ, মহারাষ্ট্র সরকারকে বদনাম করতে চাইছে বিজেপি। 

অন্যদিকে, এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ কীরিচ সোমাইয়া এদিন বলেন. দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্রের আরেক মন্ত্রী অনিল পরবও শিগগিরই গ্রেপ্তার হবেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মোদী সরকার সক্রিয় বলে তাঁর দাবি। 

উল্লেখ্য, মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৃতীয়বার তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীসহ চার প্রভাবশালী রাজনীতিবিদকেও গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা।

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা