হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি

ভারতে রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানোর অভিযোগ বেড়েই চলেছে। গতকাল সোমবার রাতে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গ্রেপ্তারের পর সেই অভিযোগ আরও বাড়ে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে অঙ্গরাজ্যের মন্ত্রীদের গ্রেপ্তারের নতুন সংস্কৃতি চালু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে। এমনই অভিযোগ জাতীয় সংসদের সদস্য ডা. শান্তনু সেনের। 

গতকাল সোমবার বিজেপি শাসিত ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) দীর্ঘ জেরা করার পর গ্রেপ্তার করে মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে। 

অনিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অনিলের দাবি, তাঁর বিরুদ্ধে আনা ইডির সব অভিযোগই মিথ্যা। তবে আজ তাঁকে আদালতে পেশ করা হলে ৬ নভেম্বর পর্যন্ত ইডির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। 

অনিলের সমর্থনে এনসিপি নেতা ও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী নবাব মালিকও বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন। তিনি বলেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অনিলকে। 

এর আগে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকেও কেন্দ্রীয় সংস্থা মাদক নিয়ন্ত্রণ ব্যুরো গ্রেপ্তার করলে একই অভিযোগ করেছিলেন মালিক। তাঁর অভিযোগ, মহারাষ্ট্র সরকারকে বদনাম করতে চাইছে বিজেপি। 

অন্যদিকে, এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ কীরিচ সোমাইয়া এদিন বলেন. দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্রের আরেক মন্ত্রী অনিল পরবও শিগগিরই গ্রেপ্তার হবেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মোদী সরকার সক্রিয় বলে তাঁর দাবি। 

উল্লেখ্য, মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৃতীয়বার তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীসহ চার প্রভাবশালী রাজনীতিবিদকেও গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি