হোম > বিশ্ব > ভারত

মণিপুরে নারীকে যৌন নিপীড়নের সময় ক্যামেরায় ধরা বিএসএফ সদস্য

মনিপুরের ইম্ফলে এক নারীকে যৌন নিপীড়নের সময় মুদি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের এক সদস্য। তাকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

আটক সতীশ প্রসাদকে বিএসফের হেড কন্সটেবল। তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আটক রেখেছে বলে এনডিটিভি খবর দিয়েছে। 

গত সপ্তাহে জাতিগত সহিংসতায় জর্জরিত মণিপুরে এই ঘটনা ঘটে। দোকানের ভেতর থাকা সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রাইফেলসহ ইউনিফর্ম পরা একজন ব্যক্তি ভুক্তভোগী নারীর গায়ে হাত দিচ্ছেন।

এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এনডিটিভি বলছে, ‘গত ২০ জুলাই, ইম্ফলের এক পেট্রোল পাম্পের কাছে এক দোকানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে হেড কন্সটেবল সতীশ প্রসাদকে চিহ্নিত করা হয়েছে। তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছ কর্তৃপক্ষ। তারা বলে, সতীশকে আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। 

গত সপ্তাহে মণিপুরের থৌবালে দুই নারীকে সংবদ্ধ ধর্ষণের পর বিবস্ত্র করে হাঁটানোর ঘটনাটি ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সে ঘটনার মামলায় পুলিশ একজন কিশোরসহ ৭ জনকে আটক করেছে।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি