হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ২ জওয়ান নিহত

ভারতের ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই জওয়ান নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের কাছে টহলের সময় এনএলএফটির অতর্কিত হামলায় বিএসএফের দুই জওয়ান নিহত হন। খবর এনডিটিভির।

বিএসএফ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ত্রিপুরার ঢালাই জেলার সীমান্তে হামলা চালানো হয়। নিহত দুজনের মধ্যে বিএসএফের একজন উপপরিদর্শক রয়েছেন। হামলার পর চাওমানু পুলিশ স্টেশনের আওতাধীন আর সি নাথ সীমান্ত চৌরি কাছে এনএলএফটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়। 

রাজধানী আগরতলা থেকে ঢালাই জেলা প্রায় ৯৪ কিলোমিটার দূরে অবস্থিত। জেলাটির উত্তর এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। 

বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, বিএসএফের উপপরিদর্শক ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার হামলায় মারাত্মক আহত হন এবং তাঁদের মৃত্যু হয়। 

বিএসএফের মুখপাত্র আরও বলেন, ঘটনাস্থলে রক্তের দাগ থেকে ধারণা করা হচ্ছে সংঘর্ষে হামলাকারীরাও আহত হয়েছেন। হামলায় বিএসএফের যে দুজন নিহত হয়েছেন তাঁরা আহত হওয়ার আগ পর্যন্ত বীরত্বের সঙ্গে লড়াই করে গেছেন। হামলাকারীদের ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। 

হামলাকারীরা দুই জওয়ানের অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা চালায় বলে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে। 

উল্লেখ্য, ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) একটি নিষিদ্ধ সংগঠন।  

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে