আজ বুধবার (১ ডিসেম্বর)। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ৫৭ তম প্রতিষ্ঠা দিবস। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের প্রতিষ্ঠা দিবসে বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, নিজেদের পেশাদারিত্বের জন্যই বিএসএফ আজ সর্বত্রই প্রশংসিত। শুধু সীমান্ত সুরক্ষাই নয়, অভ্যন্তরীণ প্রয়োজনেও বিএসএফের ভূমিকার প্রশংসা করেন মোদি।
শুধু প্রধানমন্ত্রীই নয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৫৭ তম প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং কাছাড় ও মিজোরাম ফ্রন্টিয়ার-সহ সর্বত্রই বেশ ধুমধাম করে পালিত হচ্ছে দিনটি। বিভিন্ন সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির সঙ্গে বিষ্টি বিনিময় করতেও দেখা গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীদের। উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে বিএসএফ।