ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৭৩৩ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৬ শতাংশ বেশি। একই সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
আজ বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত মারা গেছেন ৯৩০ জন। এটিও আগের দিনের চেয়ে ৩৭৭ জন বেশি। ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৬ লাখ ৬২ হাজার ৮৯৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২৪০ জন।
ভারতে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ হাজার ২৪০ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৫৩৪ জন।