হোম > অপরাধ > ভারত

বোনকে ধর্ষণ করেছেন বাবা! লজ্জায় আত্মহত্যা করলেন ভাই

মূলত বাবা হলেন সেই বটবৃক্ষ, যার ছায়াতলে সন্তান সবচেয়ে বেশি নিরাপদ থাকে। এবার সেই বাবার হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক কন্যা। এদিকে এ খবর বাইরে জানাজানি হলে লজ্জায় মুখ দেখানো যাবে না, এই ভয়ে আত্মহত্যা করল ভাই। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। এরই মধ্যে ধর্ষণের শিকার ওই নাবালিকার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে ওই ধর্ষক বাবা পলাতক রয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের জালৌরে গতকাল ৩২ মিনিটের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে এক নাবালিকা তাঁর ফুফুর কাছে বাবার কুকীর্তির কথা বলতে শোনা যায়। অডিওতে ওই নাবালিকা তাঁর ফুফুকে জানান, একদিন তার বাবা তাঁকে মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে গাড়িতে করে বাজারে নিয়ে যায়। তখন মেয়েটির মা বলেছিলেন, মোবাইল ফোন কিনতে ছেলেকেও যেন সঙ্গে নিয়ে যায় তাঁর স্বামী। কিন্তু রাজি হয়নি ওই ব্যক্তি। পরে মার্কেটে যাওয়ার পথে মেয়েকে ধর্ষণ করার অভিযোগ ওই পিতার বিরুদ্ধে। তবে ঘটনাটি কবে ঘটেছে তা অবশ্য ওই অডিও ক্লিপ থেকে বোঝা যায়নি। 

ওই অডিও ক্লিপের কথোপকথন এলাকায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। একপর্যায়ে বোনের ওপর বাবার নির্যাতনের কথা জানতে পারে ভাই। পরে ওই দিনই একটি খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই নির্যাতিতার ভাই। ওই অডিও ক্লিপেই নাবালিকাকে বলতে শোনা গেছে, এর আগেও সুযোগ পেলেই বাবা তাঁকে যৌন নিগ্রহ করত। প্রথম দিকে, তাঁর ঘুমের সময়ে নানা ভাবে উত্ত্যক্ত করত বাবা। মেয়েটির অভিযোগ, তাঁর বাবা তাঁকে বাড়ি থেকে বার হতে দিতেন না। এমনকি কথাও বলতে দিত না পরিবারের অন্যদের সঙ্গে। মেয়েটি তার পিসিকে জানিয়েছে, বাবার কুকীর্তির প্রতিবাদ করলে তাঁর মা তাঁকে বকাবকি করেছিল। 

জেলা পুলিশের এক অফিসার জানিয়েছেন, অডিও ক্লিপের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর বাড়িতেও গিয়েছিল পুলিশ। কিন্তু তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত। বাড়ির লোকেরা মেয়েটির ওপর নির্যাতনের কথা জানত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে