হোম > বিশ্ব > ভারত

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

আজকের পত্রিকা ডেস্ক­

কোরিয়ায় একটি ট্যাক্সিতে চড়েছেন ভারতীয় নারী পীযূষা পাতিল। ছবি: এনডিটিভি

দক্ষিণ কোরিয়ার এক ট্যাক্সিচালকের সঙ্গে ভারতীয় এক নারীর অদ্ভুত ও মজার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কোরিয়ান চালকটি বিশ্বাসই করতে পারছিলেন না, ‘ইন্ডিয়া’ নামে কোনো দেশ রয়েছে!

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে ফ্যাশন ও বিউটি কনটেন্ট ক্রিয়েটর পীযূষা পাতিল জানান, দক্ষিণ কোরিয়ার ট্যাক্সিচালকেরা প্রায়ই অদ্ভুত প্রশ্ন করেন এবং তাঁর সঙ্গে ট্যাক্সিতে কিছু ‘অবিশ্বাস্য’ কথোপকথনও হয়। উদাহরণ হিসেবে তিনি এমনই একটি কথোপকথনের ভিডিও প্রকাশ করেন।

ভিডিওটির শুরুতে দেখা যায়, এক কোরিয়ান চালক পীযূষার কাছে জানতে চেয়েছেন, তিনি কোন দেশ থেকে এসেছেন। পীযূষা উত্তর দেন, তিনি ইন্ডিয়া থেকে এসেছেন। তবে চালক জানান, তিনি এমন কোনো দেশের নাম শোনেননি।

এরপর পীযূষা ওই চালককে বোঝানোর চেষ্টা করেন, চীন ও পাকিস্তানের কাছাকাছি অবস্থিত একটি দেশ ইন্ডিয়া। কিন্তু ওই চালক এটাকে ‘ইন্দোনেশিয়া?’ বলে সংশোধন করার চেষ্টা করেন। পাতিল হাসতে থাকেন এবং বলেন, ‘না, এটি ভারত বা ইন্ডিয়া।

কিন্তু ড্রাইভার কিছুতেই মানতে চান না, ইন্ডিয়া বলে কোনো দেশ আছে এবং বারবার জিজ্ঞেস করতে থাকেন, ‘ইন্ডিয়া নামে কিছু আছে নাকি? সেখানে কত লোক বাস করে?’

পীযূষা তখন উত্তর দেন, ‘ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।’ তাঁর এই উত্তর শুনে বিস্ময়ে চমকে যান চালক এবং বলেন, ‘চীনে ১৩০ কোটি মানুষ আছে!’

পীযূষা তখন জানান, ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি। এবার অবশ্য চালকটি প্রথমবারের মতো বুঝতে পারেন, পাতিল আসলে কোন দেশ সম্পর্কে বলছেন।

ইনস্টাগ্রামের অনেক ব্যবহারকারী ভিডিওটি দেখে ট্যাক্সিচালকের সরল প্রতিক্রিয়ায় হতবাক হয়েছেন। একজন মন্তব্য করেন, ‘তিনি কি সত্যিই জানতেন না ভারত সম্পর্কে, নাকি শুধু অভিনয় করেছেন? বিশ্বাস করা কঠিন!’

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে