হোম > বিশ্ব > ভারত

শতাধিক নিহত হওয়া ধর্মীয় সভার গুরু ভারতের গোয়েন্দা সংস্থায় ছিলেন

ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় সভায় পদদলিত হয়ে মঙ্গলবার শতাধিক মানুষ নিহত হয়েছেন। নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মীয় গুরুর আহ্বানে ওই সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার নারী-পুরুষ। স্বঘোষিত ওই ধর্মগুরু নিজেকে হরির শিষ্য বলে পরিচয় দিতেন। এই পরিচয়ে উত্তর প্রদেশে তাঁর বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবেও পরিচয় দিতেন তিনি। 

এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোলে বাবা প্রায় সময়ই অনুসারীদের কাছে ভারতের গোয়েন্দা শাখায় কাজ করেছেন বলে দাবি করতেন। ভক্তদের তিনি বলতেন, গোয়েন্দা সংস্থায় কাজ করা অবস্থায়ই তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছিলেন। এর ফলে ১৯৯০-এর দশকে তিনি গোয়েন্দা সংস্থার চাকরি থেকে ইস্তফা দেন। 

উত্তর প্রদেশের ইটাহ জেলার বাহাদুর নাগরি গ্রামে জন্মগ্রহণ করেন নারায়ণ সরকার। সেখানেই প্রাথমিক পড়াশোনা শেষ করেন। তাঁর দাবি অনুযায়ী, কলেজে পড়াশোনা করা অবস্থায়ই তিনি গোয়েন্দা শাখায় কাজ শুরু করেছিলেন। 

ধর্মীয় গুরু হিসেবে নারায়ণ সরকার হরির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আর তা হলো ভারতীয় অন্য গুরুদের মতো তিনি গেরুয়া পোশাক পরেন না। তিনি সাধারণত সাদা স্যুট এবং টাই পরতে পছন্দ করেন। মাঝে মাঝে কুর্তা-পায়জামাও পরেন। 

ধর্মোপদেশের সময় ভক্তদের কাছে নারায়ণ সরকার প্রায় সময়ই উল্লেখ করেন—উপহার হিসেবে তাঁকে যেসব দান করা হয়, তার কোনো কিছুই নিজের জন্য রাখেন না। বরং এসবের পুরোটাই তিনি ভক্তদের জন্য ব্যয় করেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার উত্তর প্রদেশের হাতরাস জেলার ফুলরাই গ্রামে নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবার সম্মানে আয়োজিত সৎসঙ্গে পদদলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। পুলিশ জানিয়েছে, যেখানে জমায়েতটি অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গাটি বিপুলসংখ্যক মানুষকে ঠাঁই দেওয়ার জন্য খুবই ছোট ছিল। পদদলিত হওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আয়োজকদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানা গেছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে