হোম > বিশ্ব > ভারত

শতাধিক নিহত হওয়া ধর্মীয় সভার গুরু ভারতের গোয়েন্দা সংস্থায় ছিলেন

ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় সভায় পদদলিত হয়ে মঙ্গলবার শতাধিক মানুষ নিহত হয়েছেন। নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মীয় গুরুর আহ্বানে ওই সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার নারী-পুরুষ। স্বঘোষিত ওই ধর্মগুরু নিজেকে হরির শিষ্য বলে পরিচয় দিতেন। এই পরিচয়ে উত্তর প্রদেশে তাঁর বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবেও পরিচয় দিতেন তিনি। 

এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোলে বাবা প্রায় সময়ই অনুসারীদের কাছে ভারতের গোয়েন্দা শাখায় কাজ করেছেন বলে দাবি করতেন। ভক্তদের তিনি বলতেন, গোয়েন্দা সংস্থায় কাজ করা অবস্থায়ই তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছিলেন। এর ফলে ১৯৯০-এর দশকে তিনি গোয়েন্দা সংস্থার চাকরি থেকে ইস্তফা দেন। 

উত্তর প্রদেশের ইটাহ জেলার বাহাদুর নাগরি গ্রামে জন্মগ্রহণ করেন নারায়ণ সরকার। সেখানেই প্রাথমিক পড়াশোনা শেষ করেন। তাঁর দাবি অনুযায়ী, কলেজে পড়াশোনা করা অবস্থায়ই তিনি গোয়েন্দা শাখায় কাজ শুরু করেছিলেন। 

ধর্মীয় গুরু হিসেবে নারায়ণ সরকার হরির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আর তা হলো ভারতীয় অন্য গুরুদের মতো তিনি গেরুয়া পোশাক পরেন না। তিনি সাধারণত সাদা স্যুট এবং টাই পরতে পছন্দ করেন। মাঝে মাঝে কুর্তা-পায়জামাও পরেন। 

ধর্মোপদেশের সময় ভক্তদের কাছে নারায়ণ সরকার প্রায় সময়ই উল্লেখ করেন—উপহার হিসেবে তাঁকে যেসব দান করা হয়, তার কোনো কিছুই নিজের জন্য রাখেন না। বরং এসবের পুরোটাই তিনি ভক্তদের জন্য ব্যয় করেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার উত্তর প্রদেশের হাতরাস জেলার ফুলরাই গ্রামে নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবার সম্মানে আয়োজিত সৎসঙ্গে পদদলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। পুলিশ জানিয়েছে, যেখানে জমায়েতটি অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গাটি বিপুলসংখ্যক মানুষকে ঠাঁই দেওয়ার জন্য খুবই ছোট ছিল। পদদলিত হওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আয়োজকদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানা গেছে।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত