হোম > বিশ্ব > ভারত

কাশ্মীর নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রত্যাখ্যান ভারতের

পাকিস্তানের এক অনুষ্ঠানে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছেন, তা প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বিষয়গুলো সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ। চীনসহ অন্যান্য দেশের এ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই। তাদের মনে রাখা উচিত, ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে মতামত ব্যক্ত করে না।’

গত মঙ্গলবার মুসলিম দেশগুলোর সংগঠন ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ আয়োজিত এক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে পাকিস্তানে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘কাশ্মীরে আমরা আবার আমাদের অনেক মুসলিম বন্ধুর আহ্বান শুনতে পাচ্ছি। চীনও তাদের সেই আশার সঙ্গে সহমত পোষণ করে।’ 

চীনা মন্ত্রীর এই মন্তব্যের পরদিন বুধবারই কড়া সমালোচনা করেছে ভারত। 

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে বেইজিংয়ে আলোচনার পর গত ৬ ফেব্রুয়ারি একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছিল। সেই বিবৃতি উল্লেখ করে অরিন্দম বাগচি আরও বলেন, ‘ভারত সব সময় এ ধরনের মন্তব্য প্রত্যাখ্যান করেছে এবং আমাদের অবস্থান চীন ও পাকিস্তানের কাছে সুপরিচিত।’

কৌশলগত কারণে চীন বরাবরই জম্মু ও কাশ্মীর বিষয়ে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ভারতও সব সময়ই কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থানের সমালোচনা করে এসেছে। গত বছর ওয়াংয়ের সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও কাশ্মীরকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেছিলেন।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা