হোম > বিশ্ব > ভারত

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতির কন্যা

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার এক টুইট বার্তায় শর্মিষ্ঠা মুখার্জি লেখেন, ‘সকলকে ধন্যবাদ। রাজনীতি থেকে বিদায় নিলাম। তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে থাকব। সক্রিয় রাজনীতি আর নয়। কেউ যদি মনে করেন দেশের সেবা, জাতির সেবা করবেন, তিনি অন্যভাবেও করতে পারেন।’ 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, শর্মিষ্ঠা মুখার্জি কংগ্রেস ছাড়ার ঘোষণা দেওয়ায় তিনি এখন কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানান গুঞ্জন উঠেছে। অভিজিৎ মুখার্জির দলে যেতে পারেন শর্মিষ্ঠা মুখার্জি এমন গুঞ্জন উঠেছে। তবে শর্মিষ্ঠা মুখার্জি সাফ জানিয়ে দিয়েছেন, 'দলের প্রতি আমার কোনো অভিযোগ নেই। অন্য দলে যোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি এমন নয়। শীর্ষ নেতৃত্বের কাছে এটিই স্পষ্ট করতে চাইছি।'

শর্মিষ্ঠা মুখার্জি বলেন, ‘রাজনীতি, বিশেষ করে বিরোধী রাজনীতি করতে গেলে একটা জ্বলন্ত ক্ষুধা দরকার। কিন্তু আমার মধ্যে সেই ক্ষুধাটা কোথাও উপলব্ধি করতে পারছিলাম না। তখন মনে হয়েছে সক্রিয় রাজনীতিতে থাকাটা আর উচিত নয়।’ 

শর্মিষ্ঠা আরও বলেন, 'অনেক দিন ধরে আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিইনি। বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। নিজেকে সামলাতে একটু বিরতি নিয়েছিলাম। আমার বয়স ৫৬ বছর হলো। জীবনের আর ১০ বছর সুস্থভাবে বাঁচতে চাই। ওই সময়টায় আমার ভালো লাগার বিষয় নাচ নিয়েই কাটিয়ে দিতে চাই।' 

শর্মিষ্ঠা জানান, রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্ত তিনি সোনিয়া গান্ধী, মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেনকে কয়েক মাস আগে জানিয়েছিলেন। 

উল্লেখ্য, ২০১৪ সালে কংগ্রেসে যোগ দেওয়ার পর একটি মাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শর্মিষ্ঠা মুখার্জি। সেই নির্বাচনে তিনি হেরে যান। ২০১৯ সালে তিনি কংগ্রেসের জাতীয় মুখপাত্র হন। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে