হোম > বিশ্ব > ভারত

মস্কো যাচ্ছেন অজিত দোভাল

এই সপ্তাহেই রাশিয়ার মস্কোতে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে হঠাৎ করে ভারতীয় নিরাপত্তার সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তা কেন রাশিয়া সফর করছেন এবং এই সফরের সময়সূচি সম্পর্কে বিষদ জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা হিসেবে এই সফরটি করছেন দোভাল। এর আগে গত দুই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া এবং ইউক্রেন দুটি দেশই সফর করেছিলেন। 

রোববার এনডিটিভি জানিয়েছে, ইউক্রেন সফরে গিয়ে ভলদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পরপরই গত ২৭ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন মোদি। সে সময় পুতিনকে তিনি কিয়েভ সফরের কথা অবহিত করে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেনের সঙ্গে মীমাংসায় ভারতের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন। 

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পুতিন-মোদি ফোনালাপের সময়ই অজিত দোভালের মস্কো সফরের বিষয়টি নির্ধারিত হয়েছিল। তবে এই সফরের সময়সূচি সম্পর্কে কোনো বিষদ বিবরণ দিতে পারেনি সূত্রটি। 

দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, মোদির সঙ্গে ফোনালাপের সময় ইউক্রেন এবং দেশটির পশ্চিমা মিত্রদের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে নিজের নীতিগত অবস্থান শেয়ার করেছিলেন পুতিন। এই বিরোধ সমাধানের জন্য রাশিয়ার সামনে কী পথ খোলা আছে সেই বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। 

এই কথোপকথনের বিষয়ে পরে মোদি এক্সে একটি পোস্টও করেছিলেন। ওই পোস্টে তিনি সংঘাতের দ্রুত, স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান সমর্থন করার জন্য ভারতের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। 

গত মাসে ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে মোদি বলেছিলেন, ‘ভারত কখনোই নিরপেক্ষ ছিল না, আমরা সব সময় শান্তির পক্ষে।’ 

ইতিপূর্বে ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়া তিনটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলে জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। এই তিনটি দেশের মধ্যে চীন ও ব্রাজিলের পর তিনি ভারতের কথাও উল্লেখ করেছিলেন। 

গত জুলাইয়ে মোদি রাশিয়া সফর করেছিলেন এবং সাক্ষাতে পুতিনকে তিনি আলিঙ্গন করেছিলেন। এই সাক্ষাৎকে খোঁচা দিয়ে সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩৭ জনের প্রাণহানির সদ্য খবর প্রকাশ করেছিলেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও ছিল। জেলেনস্কি বলেছিলেন, ‘এমন দিনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তপিপাসু অপরাধীকে আলিঙ্গন করতে দেখা শান্তি প্রচেষ্টার জন্য একটি ধ্বংসাত্মক আঘাত।’ পরে অবশ্য ইউক্রেনে গিয়ে জেলেনস্কিকেও জড়িয়ে ধরেছিলেন মোদি।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে