হোম > বিশ্ব > ভারত

নিজেদের মধ্যে সংঘর্ষ, ২ বিএসএফ সদস্য নিহত 

প্রতিনিধি কলকাতা

ভারতের ত্রিপুরা রাজ্যে নিজেদের মধ্যে গুলি বিনিময়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের(বিএসএফ) দুই সদস্য প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই গুলি বিনিময়ে আরও এক জওয়ান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি।
 
ত্রিপুরা পুলিশ সূত্রে জানা যায়, গোমতী জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী খাগরাছড়ি এলাকার একটি সীমান্ত চৌকিতে রাইফেল ম্যান প্রভাত সিং ও হাবিলদার সদবীর সিং-এর মধ্যে বচসার থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।

উত্তর প্রদেশের বাসিন্দা প্রভাত বচসা চলাকালেই গুলি চালায় পাঞ্জাবের সদবীরকে। ঘটনাস্থলে সদবীরের মৃত্যু হয়। এরপর বিওপি-তে অন্যদের উদ্দেশ্যেও এলোপাতাড়ি গুলি চালাতে থাকে প্রভাত।

প্রভাতের গুলিতে বিওপি-র পাহারাদার রাজস্থানের রামকুমার জখম হন। পায়ে গুলি লাগে তাঁর।  তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাল্টা গুলি চালান কর্তব্যরত বিএসএফ জওয়ানরা।

সহকর্মীর গুলিতেই প্রভাত মারা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) অরিন্দম নাথ জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলে বিএসএফ ও পুলিশ কর্তারা পৌঁছেছেন।

সীমান্ত চৌকিতে গুলি চলায় পুরো এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তবর্তী গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। লাশ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে বিএসএফ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির