হোম > বিশ্ব > ভারত

‘সম্পদ ও বোধি’ প্রাপ্তির আশায় ৬ ফুট গভীর কবরে, ২ দিন পর উদ্ধার 

সম্পদ ও বোধি প্রাপ্তির আশায় ৬ ফুট গভীর একটি ‘ভূ সমাধি’ খুঁড়ে তাতে অবস্থান করছিলেন এক যুবক। পরে খবর পেয়ে নবরাত্রি উৎসবের মাত্র একদিন আগে আজ মঙ্গলবার তাঁকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ওই যুবক জানিয়েছেন, স্থানীয় পুরোহিতদের দ্বারা প্রভাবিত হয়েই তিনি এই ‘ভূ সমাধি’ খুঁড়ে তাতে প্রবেশ করেছিলেন। যাতে তিনি ‘বোধি’ লাভ করতে পারেন। উত্তর প্রদেশের উনাও জেলার তাজপুর গ্রামের তিন পুরোহিত লোকজনের কাছ থেকে ধর্মীয় কাজে দানের অর্থ হাতিয়ে নিতেই ওই যুবককে ‘ভূ সমাধি’ খুঁড়তে বলে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকসহ ৪ জনকে আটক করে।

 সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে দেখা গেছে, পুলিশ একটি সমাধির ওপর থেকে ধুলোবালি এবং বাঁশের আড়া সরিয়ে নিচ্ছে এবং অল্প সময় পর সেখান থেকে এই যুবক বেরিয়ে আসে। স্থানীয়রা জানিয়েছেন, ধর্মীয় উৎসব নবরাত্রির সময় লোকজনের কাছ থেকে দানের পয়সা হাতিয়ে নেওয়ার লোভ থেকেই শুভম গোস্বামী নামে ওই যুবক স্থানীয় তিন পুরোহিতের পরামর্শে এই কাজ করেছিল। শুভমের বাবা বিনীত গোস্বামী স্বীকার করেছেন, তিনিও এই ‘ভূ সমাধি’ খোঁড়ার কাজে যুক্ত ছিলেন। 

স্থানীয়রা আরও জানান, বিগত ৫ বছর ধরেই শুভম গ্রামের বাইরে অবস্থিত বিচ্ছিন্ন একটি কুড়ে ঘরে বাস করতেন। বেশ কয়েক বছর ধরেই স্থানীয় ধর্মীয় পুরোহিত এবং নেতাদের সঙ্গে মেলামেশা করে আসছিল। তাদের মধ্যে পুরোহিত মুন্নালাল এবং শিবকেশ দীক্ষিত দ্রুতই শুভমের বিশ্বাস অর্জন করেন এবং তাঁরা তাঁকে ‘ভূ সমাধি’ খুঁড়তে উৎসাহিত করেন। 

পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে শুভম ৬ ফুট গভীর একটি গর্ত খুঁড়ে তাতে প্রবেশ করেন। পরে বিষয়টি জানা মাত্র গ্রামবাসী পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে শুভমকে উদ্ধার করে। পুলিশ শুভমের সঙ্গে সঙ্গে মুন্নালাল, শিবকেশ দীক্ষিত এবং শুভমের বাবা বিনীত গোস্বামীকে আটক করে। শুভমকে কড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির