হোম > বিশ্ব > ভারত

‘সম্পদ ও বোধি’ প্রাপ্তির আশায় ৬ ফুট গভীর কবরে, ২ দিন পর উদ্ধার 

সম্পদ ও বোধি প্রাপ্তির আশায় ৬ ফুট গভীর একটি ‘ভূ সমাধি’ খুঁড়ে তাতে অবস্থান করছিলেন এক যুবক। পরে খবর পেয়ে নবরাত্রি উৎসবের মাত্র একদিন আগে আজ মঙ্গলবার তাঁকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ওই যুবক জানিয়েছেন, স্থানীয় পুরোহিতদের দ্বারা প্রভাবিত হয়েই তিনি এই ‘ভূ সমাধি’ খুঁড়ে তাতে প্রবেশ করেছিলেন। যাতে তিনি ‘বোধি’ লাভ করতে পারেন। উত্তর প্রদেশের উনাও জেলার তাজপুর গ্রামের তিন পুরোহিত লোকজনের কাছ থেকে ধর্মীয় কাজে দানের অর্থ হাতিয়ে নিতেই ওই যুবককে ‘ভূ সমাধি’ খুঁড়তে বলে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকসহ ৪ জনকে আটক করে।

 সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে দেখা গেছে, পুলিশ একটি সমাধির ওপর থেকে ধুলোবালি এবং বাঁশের আড়া সরিয়ে নিচ্ছে এবং অল্প সময় পর সেখান থেকে এই যুবক বেরিয়ে আসে। স্থানীয়রা জানিয়েছেন, ধর্মীয় উৎসব নবরাত্রির সময় লোকজনের কাছ থেকে দানের পয়সা হাতিয়ে নেওয়ার লোভ থেকেই শুভম গোস্বামী নামে ওই যুবক স্থানীয় তিন পুরোহিতের পরামর্শে এই কাজ করেছিল। শুভমের বাবা বিনীত গোস্বামী স্বীকার করেছেন, তিনিও এই ‘ভূ সমাধি’ খোঁড়ার কাজে যুক্ত ছিলেন। 

স্থানীয়রা আরও জানান, বিগত ৫ বছর ধরেই শুভম গ্রামের বাইরে অবস্থিত বিচ্ছিন্ন একটি কুড়ে ঘরে বাস করতেন। বেশ কয়েক বছর ধরেই স্থানীয় ধর্মীয় পুরোহিত এবং নেতাদের সঙ্গে মেলামেশা করে আসছিল। তাদের মধ্যে পুরোহিত মুন্নালাল এবং শিবকেশ দীক্ষিত দ্রুতই শুভমের বিশ্বাস অর্জন করেন এবং তাঁরা তাঁকে ‘ভূ সমাধি’ খুঁড়তে উৎসাহিত করেন। 

পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে শুভম ৬ ফুট গভীর একটি গর্ত খুঁড়ে তাতে প্রবেশ করেন। পরে বিষয়টি জানা মাত্র গ্রামবাসী পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে শুভমকে উদ্ধার করে। পুলিশ শুভমের সঙ্গে সঙ্গে মুন্নালাল, শিবকেশ দীক্ষিত এবং শুভমের বাবা বিনীত গোস্বামীকে আটক করে। শুভমকে কড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার