হোম > বিশ্ব > ভারত

আদালত চত্বরে ফয়সালার পর বাড়ি ফেরা পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা 

ভারতের মধ্যপ্রদেশে জমিজমা নিয়ে দ্বন্দ্বে এক পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতদের মধ্য তিনজন নারী। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরে লেপা গ্রামের এ ঘটনা ঘটে। 

ভয়াবহ এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন অস্ত্রধারী একদল নিরস্ত্র মানুষকে কাঠের লাঠি দিয়ে পেটানোর পর গুলি করছে। 

বিবদমান দুই পরিবার হলো ধীর সিং তমার ও গাজেন্দ্র সিং তমার পরিবার। এই দুই পরিবারের মধ্য ২০১৩ সালে বাড়ির ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে সংঘর্ষে ধীর সিং তমার পরিবারের দুজন নিহত হয়। এ ঘটনার পর গাজেন্দ্র সিং তমার পরিবার গ্রাম ছেড়ে পালায়। 

কিছুদিন আগে একটি আদালতের বাইরে দুই পরিবারের ফয়সালা হয়। এরপর আজ গাজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফেরে। ধীর সিংয়ের পরিবার আগে থেকেই হামলার পরিকল্পনা করেছিল। এরপর তারা পরিবারটির ওপর হামলার একপর্যায়ে গুলি করে ছয়জনকে হত্যা করে। 

এতে গাজেন্দ্র সিং ও তাঁর দুই ছেলেসহ ছয়জন নিহত হন। মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্য পূর্ববিরোধ ছিল। এর জেরেই হত্যাকাণ্ড হতে পারে। 

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘নিহতদের পরিবার ধীর সিংয়ের পরিবারকে এ ঘটনায় অভিযুক্ত করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা সন্দেহভাজন আটজনকে চিহ্নিত করেছি।’

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক