হোম > বিশ্ব > ভারত

আদালত চত্বরে ফয়সালার পর বাড়ি ফেরা পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা 

ভারতের মধ্যপ্রদেশে জমিজমা নিয়ে দ্বন্দ্বে এক পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতদের মধ্য তিনজন নারী। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরে লেপা গ্রামের এ ঘটনা ঘটে। 

ভয়াবহ এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন অস্ত্রধারী একদল নিরস্ত্র মানুষকে কাঠের লাঠি দিয়ে পেটানোর পর গুলি করছে। 

বিবদমান দুই পরিবার হলো ধীর সিং তমার ও গাজেন্দ্র সিং তমার পরিবার। এই দুই পরিবারের মধ্য ২০১৩ সালে বাড়ির ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে সংঘর্ষে ধীর সিং তমার পরিবারের দুজন নিহত হয়। এ ঘটনার পর গাজেন্দ্র সিং তমার পরিবার গ্রাম ছেড়ে পালায়। 

কিছুদিন আগে একটি আদালতের বাইরে দুই পরিবারের ফয়সালা হয়। এরপর আজ গাজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফেরে। ধীর সিংয়ের পরিবার আগে থেকেই হামলার পরিকল্পনা করেছিল। এরপর তারা পরিবারটির ওপর হামলার একপর্যায়ে গুলি করে ছয়জনকে হত্যা করে। 

এতে গাজেন্দ্র সিং ও তাঁর দুই ছেলেসহ ছয়জন নিহত হন। মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্য পূর্ববিরোধ ছিল। এর জেরেই হত্যাকাণ্ড হতে পারে। 

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘নিহতদের পরিবার ধীর সিংয়ের পরিবারকে এ ঘটনায় অভিযুক্ত করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা সন্দেহভাজন আটজনকে চিহ্নিত করেছি।’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের