হোম > বিশ্ব > ভারত

আদালত চত্বরে ফয়সালার পর বাড়ি ফেরা পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা 

ভারতের মধ্যপ্রদেশে জমিজমা নিয়ে দ্বন্দ্বে এক পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতদের মধ্য তিনজন নারী। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরে লেপা গ্রামের এ ঘটনা ঘটে। 

ভয়াবহ এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন অস্ত্রধারী একদল নিরস্ত্র মানুষকে কাঠের লাঠি দিয়ে পেটানোর পর গুলি করছে। 

বিবদমান দুই পরিবার হলো ধীর সিং তমার ও গাজেন্দ্র সিং তমার পরিবার। এই দুই পরিবারের মধ্য ২০১৩ সালে বাড়ির ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে সংঘর্ষে ধীর সিং তমার পরিবারের দুজন নিহত হয়। এ ঘটনার পর গাজেন্দ্র সিং তমার পরিবার গ্রাম ছেড়ে পালায়। 

কিছুদিন আগে একটি আদালতের বাইরে দুই পরিবারের ফয়সালা হয়। এরপর আজ গাজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফেরে। ধীর সিংয়ের পরিবার আগে থেকেই হামলার পরিকল্পনা করেছিল। এরপর তারা পরিবারটির ওপর হামলার একপর্যায়ে গুলি করে ছয়জনকে হত্যা করে। 

এতে গাজেন্দ্র সিং ও তাঁর দুই ছেলেসহ ছয়জন নিহত হন। মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্য পূর্ববিরোধ ছিল। এর জেরেই হত্যাকাণ্ড হতে পারে। 

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘নিহতদের পরিবার ধীর সিংয়ের পরিবারকে এ ঘটনায় অভিযুক্ত করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা সন্দেহভাজন আটজনকে চিহ্নিত করেছি।’

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী