হোম > বিশ্ব > ভারত

দিদি নাম্বার ওয়ানের হাত ধরে হুগলি আবারও তৃণমূলের

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হুগলি আসনে জয় পেলেন ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। এই আসনে গতবার বিজয়ী হওয়া বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন তিনি। তবে লকেটের আগে ২০১৪ সালের নির্বাচনে এই আসনটি তৃণমূলের দখলেই ছিল।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। বিজেপির প্রার্থী লকেটের সঙ্গে তাঁর জোর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত রচনার মুখেই হাসি ফুটেছে। ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে লকেটকে হারানো রচনা পেয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৯৭৬ ভোট।

ভোট গণনার শুরু থেকেই লকেটের চেয়ে এগিয়ে ছিলেন রচনা। বিকেলে জয় নিশ্চিত হতেই স্বস্তি ফিরে তাঁর প্রচারণা শিবিরে।

রচনা ও লকেট দুজনই একসময় রূপালি পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও তাঁদের বন্ধুত্ব অমলিন। রাজনীতি এই বন্ধুত্ব নষ্ট করবে না—এমন কথা প্রচারণার শুরু থেকেই বলে আসছিলেন তাঁরা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সম্প্রতি রাজনীতিতে পা রেখেছিলেন রচনা। নির্বাচনী প্রচারণার শুরুর দিকে তাঁর অনেক কথাই ব্যঙ্গ করে মিম আকারে ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। তবে বিশ্লেষকেরা বলছেন, ব্যঙ্গ হলেও এসব মিম আসলে রচনার পক্ষেই গেছে। ‘কিচেন পলিটিকস’ তথা নারী মহলের গ্রহণযোগ্যতাই রচনার জনপ্রিয়তার মাপকাঠি হয়েছে বলে মনে করছেন তাঁরা।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে