হোম > বিশ্ব > ভারত

বেঙ্গালুরুর ‘চোর বাজারে’ ভিডিও করতে গিয়ে মার খেলেন বিদেশি ইউটিউবার

পাইকারি ও খুচরা কাপড় বিক্রির জন্য বিখ্যাত ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত চিকপেট বাজার। এর পাশেই একটি বাজার রয়েছে যেটি ‘চোর বাজার’ নামে স্থানীয়ভাবে পরিচিত। এ বাজারেই নিজ চ্যানেলের জন্য ভিডিও কনটেন্ট নির্মাণ করছিলেন ডাচ ইউটিউবার পেড্রো মোটা। কিন্তু শেষ পর্যন্ত এক দোকানির মারধরের শিকার হতে হয়েছে তাঁকে। 

সোমবার ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি দুই মাস আগের। গতকাল রোববার সেটি প্রকাশ করেছে বেঙ্গালুরু পুলিশ। ওই ইউটিউবার বাজারটির বর্ণনা দিয়ে ভিডিওচিত্র নির্মাণ করছিলেন। এ সময়ই স্থানীয় এক দোকানি এসে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে যান। ভিডিও করার প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাঁর হাত ধরে হুমকিধমকি দেন। 

দোকানি পেড্রোর একটি হাত এমনভাবে আঁকড়ে ধরেন যে-হাতটি কিছুতেই ছাড়াতে পারছিলেন না। এ অবস্থায় পেড্রো বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। দোকানিকে তিনি বলেন, ‘স্যার, দয়া করে আমার হাত ছেড়ে দেবেন প্লিজ।’ 

পরে অবশ্য মোচড় দিয়ে হাত ছাড়িয়ে নিতে সক্ষম হন পেড্রো এবং ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পড়েন। ঘটনার পরপরই ভারত ত্যাগ করেন পেড্রো।

ঘটনাটির ভিডিওচিত্র এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘ভারতের চোরের বাজারে আক্রমণের শিকার’। 

পুলিশ জানিয়েছে নবাব হায়াত শরিফ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শহর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যে ব্যক্তি বিদেশিকে হেনস্তা করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা