হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরে পাকিস্তান সীমান্তের কাছে সিরিজ ল্যান্ডমাইন বিস্ফোরণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার একটি বনে বেশ কয়েকটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার কাশ্মীরে ভারত-পাকিস্তানের সীমান্ত নির্দেশক লাইন অব কন্ট্রোলের কাছাকাছি পুঞ্চ জেলা এই ঘটনা ঘটে। সেখানকার বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার ফলে এই ল্যান্ডমাইনগুলো বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পুঞ্চ জেলার স্থানীয় প্রশাসন জানিয়েছে, লাইন অব কন্ট্রোলের কাছাকাছি বনাঞ্চলের ভারতীয় অংশ মেন্ধার অংশে আগুন ছড়িয়ে পড়ে। ফলে, সেখানে কমপক্ষে ৬ /৭টি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়েছে। এই ল্যান্ডমাইনগুলো ভারতী বাহিনীর পক্ষ থেকে অনুপ্রবেশ রোধ করার লক্ষ্যে এই ল্যান্ডমাইনগুলো স্থাপন করা হয়েছিল। 

স্থানীয় ফরেস্টার কানার হুসাইন শাহ বলেছেন, ‘গত তিন দিন ধরেই বনে আগুন বৃদ্ধি পাচ্ছিল। আমরা সেনাবাহিনীর সঙ্গে মিলিয়ে আগুন নেভানোর কাজ করে যাচ্ছি। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল কিন্তু আজ সকালে তীব্র বাতাসের কারণে আগুন আবারও বেড়েছে।’ 

এদিকে, রাজৌরি জেলায়ও বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজৌরির সুন্দরবন্দী এলাকার বনাঞ্চলে এই আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন পার্শ্ববর্তী গম্ভীর, নিক্কা, ব্রাহ্মণা, মোঘালা এলাকায় ছড়িয়ে পড়ে। এ ছাড়া, কালাকুঠির কালার, রানদাল এবং চিঙ্গি বনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় প্রশাসনের লোকেরা জানিয়েছেন, এই আগুনে সূত্রপাত কারগিলের উঁচু ভূমি থেকে হয়ে থাকতে পারে। তাঁরা আরও জানিয়েছেন, কোনো ধরনের প্রাণহানি ছাড়াই এসব স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা