হোম > বিশ্ব > ভারত

মোবাইল বন্ধ থাকায় সচিবকে শোকজ করল দিল্লি সরকার

দিল্লির সরকারি সেবা দপ্তরের সচিব আশিস মোর। তিনি একজন আইএএস অফিসার। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দিল্লির আম আদমি শাসিত সরকার।

সম্প্রতি হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করায় আশিস মোরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারি নোটিশ বলা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

দিল্লিতে আমলাদের বিষয়ে আম আদমি সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই আশিস মোরের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো। যেখানে ইউনিয়ন টেরিটোরি দিল্লিতে সরকার ও আমলাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে।

পরিষেবা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এর আগে বলেছিলেন, আশিস মোর হঠাৎ করে কাউকে না জানিয়ে সচিবালয় থেকে বেরিয়ে গেছেন। এরপর তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। গত বৃহস্পতিবারই মন্ত্রী এই আমলাকে এখান থেকে সরানোর দাবি জানান।

এ সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সচিব আশিস মোরকে সরকারি পরিষেবা দপ্তরের সচিব পদে নতুন একজনের বদলির নথিপত্র তাঁকে দেখাতে বলেছিলেন। কিন্তু আশিস মোর কাউকে না জানিয়ে মন্ত্রীর অফিস ছেড়ে চলে যান। এরপর তাঁর সঙ্গে কোনোভাবে যাতে যোগাযোগ করা না যায় সে জন্য ফোন বন্ধ রাখেন।

সচিব আশিস মোরের বিরুদ্ধে এর আগে এই মন্ত্রণালয় রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, আশিস মোরের বাড়িতে একটি নোট পাঠানো হয়েছিল কিন্তু তিনি প্রাপ্তি স্বীকার করেননি। এরপর ই–মেইল ও হোয়াটসঅ্যাপেও নোট পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন ও পরিষেবার ওপর দিল্লি সরকারের আইনি ও নির্বাহী ক্ষমতার পক্ষে রায় দেয়। আদালত বলে, আইন শৃঙ্খলা, পুলিশ ও ভূমির ব্যাপার ছাড়া বাকি সব ক্ষেত্রে দিল্লি সরকারের আদেশই অগ্রগণ্য।

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০