হোম > বিশ্ব > ভারত

হঠাৎ স্থগিত ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার বিয়ে

আজকের পত্রিকা ডেস্ক­

পলাশ মুচ্ছল ও স্মৃতি মান্ধানা। ছবি: ইনস্টাগ্রাম

ভারতের তারকা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বহুল প্রতীক্ষিত বিয়ে হঠাৎ করে স্থগিত করা হয়েছে। বিয়ের সব প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, তখনই স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপরই বিয়ে স্থগিতের সিদ্ধান্ত নেয় পরিবার। স্মৃতির সহকারী তুহিন মিশ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই শ্রীনিবাস মান্ধানাকে দ্রুত সাংলির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে জরুরি চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতি মান্ধানা ও তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত শ্রীনিবাস মান্ধানার অবস্থা স্থিতিশীল, তবে তিনি চিকিৎসকের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। পরিস্থিতির এই সামান্য উন্নতি পরিবারকে কিছুটা স্বস্তি দিয়েছে।

বিয়ের আয়োজনকারীরা ইতিমধ্যে মিডিয়াকে জানিয়েছেন, আজকের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ঠিক কবে থেকে বিয়ের আনুষ্ঠানিকতা আবার শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।

সামদোলের মাণ্ডানা ফার্ম হাউসে বিয়ের আয়োজন করা হয়েছিল, সেখানে সাজসজ্জা অপসারণের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল—উভয় পরিবারের পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছে, তারা যেন এই কঠিন সময়ে শ্রীনিবাস মান্ধানার চিকিৎসা ও সুস্থতার দিকে মনোযোগ দিতে পারেন। তাই গণমাধ্যম ও ভক্তদের প্রতি পরিবারের অনুরোধ—গোপনীয়তা বজায় রাখা হোক।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে