হোম > বিশ্ব > ভারত

জ্ঞানবাপী নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় দিল্লিতে অধ্যাপক গ্রেপ্তার

ভারতের বারানসির জ্ঞানবাপী মসজিদ চত্বরে পাওয়া ‘শিবলিঙ্গ’ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে দিল্লিতে একজন অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া অধ্যাপকের নাম রতন লাল। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের সহযোগী অধ্যাপক।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে রতন লালকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ এবং ২৯৫-এ ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে। এ দুটি ধারায় ইচ্ছাকৃতভাবে ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা এবং সম্প্রীতি বিনষ্ট করার জন্য শাস্তির বিধান রয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে বিনীত জিন্দাল নামে দিল্লির একজন আইনজীবী রতন লালের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেছেন, ‘রতন লাল সম্প্রতি শিবলিঙ্গ নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। জ্ঞানবাপীর শিবলিঙ্গ ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল এবং আদালতে বিচারাধীন রয়েছে।’ তাঁর মামলার ভিত্তিতে রতন লালকে গ্রেপ্তার করে পুলিশ।

রতন লাল তাঁর পোস্টের পক্ষে বলেছিলেন, ভারতে আপনি যে বিষয় নিয়েই কথা বলেন না কেন তা কারও না কারও অনুভূতিতে আঘাত করবেই। এটি নতুন কিছু নয়। আমি একজন ইতিহাসবিদ। জ্ঞানবাপী ইস্যুতে আমার কিছু পর্যবেক্ষণ রয়েছে। আমি সেগুলো লিখেছি। আমি আমার পোস্টে খুবই সতর্ক ভাষা ব্যবহার করেছি। আমি অবশ্যই আত্মপক্ষ সমর্থন করব।’

ভারতের উত্তর প্রদেশের জ্ঞানবাপী মসজিদকে হিন্দুরা তাঁদের সম্পত্তি বলে দাবি করায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাদের দাবি জ্ঞানবাপী মসজিদে চত্বরে শিবলিঙ্গ রয়েছে। এই দাবি করে ৫ জন হিন্দু নারী বেনারস আদালতে পূজা করার অধিকার চেয়ে মামলা দায়ের করলে উত্তেজনার সূত্রপাত হয়। 

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক