হোম > বিশ্ব > ভারত

ভারতে শেষ ধাপের ভোটে তাপপ্রবাহে ৩৩ নির্বাচন কর্মকর্তার মৃত্যু 

ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপ তথা সপ্তম ধাপের ভোটগ্রহণ হয়েছে গতকাল শনিবার। আর সেদিন দেশটির উত্তর প্রদেশ রাজ্যে তীব্র তাপপ্রবাহের কারণে অন্তত ৩৩ জন নির্বাচন কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী কর্মকর্তা নবদ্বীপ রিনওয়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নবদ্বীপ রিনওয়ার দেওয়া তথ্য অনুসারে, নিহত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হোম গার্ডস, পয়োনিষ্কাশন কর্মীরাও অন্তর্ভুক্ত। এর বাইরে, কোন পদের কর্মকর্তা কতজন মারা গেছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি নবদ্বীপ রিনওয়া। এ ছাড়া, রাজ্যের বালিয়া আসনের সিকান্দারপুর নামে একটি ভোটকেন্দ্রে এক ভোটার মারা গেছেন। 

উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী কর্মকর্তার মতে, বালিয়া আসনের সিকান্দারপুর কেন্দ্রে যে ভোটার মারা গেছেন তাঁর নাম রাম বদন চৌহান। নবদ্বীপ রিনওয়া জানিয়েছেন, ওই ভোটার ভোটকেন্দ্রে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে দ্রুতই তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

নবদ্বীপ রিনওয়া জানিয়েছেন, যেসব জেলায় এসব কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটদের তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, তাদের ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে, মারা যাওয়া কর্মকর্তাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসার, মারা যাওয়া প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে ১৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার