হোম > বিশ্ব > ভারত

জি-২০: বাইডেন, মাখোঁ ও শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদি

জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

তবে ঠিক কবে কখন এই বৈঠক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাসের মধ্যে মোদী ও শেখ হাসিনার মধ্যে কোনো বৈঠক হয়নি। কিন্তু জি-২০ সম্মেলনের মধ্যে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। তবে শুধু শেখ হাসিনা নয়, আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ও রোববার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও বৈঠক করবেন মোদী।

জানা গেছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর ভারতে যাবেন শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বরের এ সম্মেলনে অতিথি দেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন তিনি। ধারণা করা হচ্ছে সম্মেলনের শেষ দিনে, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হতে পারে।

এবারের জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল সম্মেলন। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এবারের সম্মেলনে মোদী গ্লোবাল সাউথের দিকে নজর দিতে চান।

২০২১ সালের জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে, বৈশ্বিক মহামারি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে গ্লোবাল সাউথ অঞ্চলে। তাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য, এ অঞ্চলের দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি তুলে ধরা।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি