হোম > বিশ্ব > ভারত

বাইক চালাচ্ছেন হাতকড়া পরা আসামি, পেছনে বসা পুলিশ কনস্টেবল

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মজা করছেন নেটিজেনরা। ছবি: স্ক্রিনশট

রীতিমতো বলিউড সিনেমার দৃশ্য! হাতকড়া পরা আসামি চালাচ্ছেন মোটরসাইকেল, আর পেছনেই বসে আছেন পুলিশ কনস্টেবল!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মেনপুরির একটি রাস্তায় এমন দৃশ্য দেখা গেছে। এই অদ্ভুত দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন একজন প্রাইভেটকার যাত্রী। এক্সে শেয়ার করার পরপরই সেটি ভাইরাল হয়েছে।

অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, আসামি মোটরবাইকের চালকের সিটে বসে আছেন হেলমেট ছাড়াই। আর পেছনে বসে আছেন পুলিশ কনস্টেবল। তিনি অবশ্য হেলমেট পরিহিত ছিলেন। দুজনকে মেনপুরির রাস্তায় দেখা গেছে। একটি লম্বা দড়ি চালকের হাত থেকে পেছনে বসা কনস্টেবলের হাতে বাঁধা দেখা যায়।

দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কনস্টেবল নাকি ঠাণ্ডায় মোটরসাইকেল চালাতে পারছিলেন না। এ কারণে আসামিকে চালানোর দায়িত্ব দেন। পাশ দিয়ে যাওয়ার সময় এক প্রাইভেটকারের আরোহী এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।

ভিডিওটির শুরুতে একটি বাইক রাস্তা দিয়ে যেতে দেখা যায়, যেখানে একটি দড়ি চালকের হাত থেকে পেছনের সিটে থাকা কনস্টেবলের হাতে বাঁধা অবস্থায় ঝুলছে। গাড়িটি বাইকের কাছে আসার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে, চালক হাতকড়া পরিহিত এবং কনস্টেবল তাঁকে বাইক চালানোর দায়িত্ব দিয়েছেন।

অভিযুক্তের পরিচয় এখনো অজানা। মেনপুরি পুলিশ ঘটনাটি স্বীকার করেছে এবং এক্স–এ এ বিষয়ে বক্তব্য দিয়েছে। পুলিশের পক্ষ থেকে হিন্দিতে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘এ বিষয়ে তদন্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির