হোম > বিশ্ব > ভারত

গাড়িচাপা কাণ্ডে ভারতে মন্ত্রীপুত্র আশিষ মিশ্র গ্রেপ্তার

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর প্রদেশে গাড়িচাপা দিয়ে ৪ কৃষকসহ ৮ জনকে হত্যার অভিযোগ ওঠার ৫ দিন পর গতকাল শনিবার রাত ১১টায় টায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। লখিমপুর খেরিতে ১২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হলো। 

গত রোববার কৃষক অবরোধ চলাকালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলে আশিস মিশ্রের গাড়িবহর চার কৃষককে পিষে মারে। পরে সংঘর্ষে এক সাংবাদিকসহ মোট আটজনের মৃত্যু হয়। কৃষকদের অভিযোগ, প্রতিমন্ত্রীর ছেলে আশিস নিজে গাড়ি চালিয়ে হত্যা করেন আন্দোলনকারীদের। সামাজিক গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে তাঁকে দেখাও যায়। 

এক প্রবীণ ইউপি পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আশিস মিশ্রের উপস্থিতির জন্য তিন ঘণ্টা অপেক্ষা করেন। পরে তাঁকে পেছনের দরজা দিয়ে আনার পর গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

ভারতের উত্তর প্রদেশের লখিমপুরে গাড়িচাপা কাণ্ডে আটজন মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। ঘটনার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় সুপ্রিম কোর্ট বলেছেন, সরকারের ভূমিকা মোটেই যথেষ্ট নয়। ৮ অক্টোবর সরকার সর্বোচ্চ আদালতকে ঘটনার পর গৃহীত ব্যবস্থাদি জানিয়েছে। 

ঘটনার ভয়াবহতা লক্ষ্য করে আইনজীবীর চিঠি পেয়ে গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে প্রধান বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেন। আদালত জানান, কোনো বিশেষ ব্যক্তি বা তাঁর ছেলেকে আড়াল করার চেষ্টা বরদাশত করা হবে না। 

প্রধান বিচারপতির বলেন, সরকারে দায়িত্বশীল আচরণ আদালত প্রত্যাশা করেন। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করার সম্মতি দেননি সর্বোচ্চ আদালত। কারণ এ ক্ষেত্রেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো প্রভাবশালীর বিষয়টি আদালতের বিবেচনায় আসে বলে আইনজীবীরা অনেকে মনে করেন। লখিমপুরের ঘটনায় সর্বোচ্চ আদালত যে কড়া অবস্থান নেবেন, এদিন সেটা স্পষ্ট হয়ে যায়। তাই উত্তর প্রদেশে বিধানসভা ভোটের আগে বেশ সংকটে ভারতের শাসক দল বিজেপি। 

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের