হোম > বিশ্ব > ভারত

‘বুলি বাই’ অ্যাপে মুসলিম নারী নিলাম: বেঙ্গালুরুতে যুবক আটক

ভারতে ‘বুলি বাই’ অ্যাপের কাণ্ডে বেঙ্গালুরু থেকে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। এই মাধ্যমে অনলাইনে মুসলিম নারীদের নিলামের বিজ্ঞাপন দেওয়া হতো বলে অভিযোগ উঠেছে। তবে ওই আটক যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি। 

মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বুলি বাই’ অ্যাপ কাণ্ডে বেঙ্গালুরু থেকে ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এরই মধ্যে ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। 

পুলিশ আরও জানায়, আটক হওয়া ওই যুবকই একটি টুইটার অ্যাকাউন্ট চালাচ্ছিল এবং বিভিন্ন ‘কনটেন্ট’ আপলোড করছিল। 

বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী সাতেজ ডি পাতিল বলেন, ‘বুলি বাই’ অ্যাপ কাণ্ডে মুম্বাই পুলিশের হাতে বড়সড় তথ্য এসেছে। তবে এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব না। কারণ তা তদন্তকে প্রভাবিত করতে পারে। 

উল্লেখ্য, ‘বুলি বাই’ অ্যাপে প্রচুর মুসলিম নারীর ছবি দিয়ে নিলামের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। গত শনিবার টুইটারে এক নারী সাংবাদিক এ নিয়ে লেখেন, ‘খুবই দুঃখজনক যে একজন মুসলিম নারী হিসেবে আপনাকে এই ভয় ও বিতৃষ্ণার অনুভূতি নিয়ে আপনার নতুন বছর শুরু করতে হবে।’ পুরো বিষয়টি নিয়ে ভারতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এর আগে ‘সুল্লি ডিলস’ নামে এরকমই আরেকটি অ্যাপ সামনে এসেছিল, যার মাধ্যমে মুসলিম নারীদের অনলাইনে ‘বিক্রির’ বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে