কাশ্মীরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামার দ্রাবগাম এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এরপর আজ রোববার কাশ্মীর জোন পুলিশ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।
নিহতেরা হলেন জুনায়েদ শেরগোজরি, ফাজিল নাজির ভাট ও ইরফান এ এইচ মালিক। পুলিশ বলছে, নিহতেরা স্থানীয় বাসিন্দা এবং তাঁরা সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার (এলইটি) সঙ্গে যুক্ত।
এ সময় পুলিশ অস্ত্র ও গোলাবারুদসহ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করেছে। কাশ্মীর পুলিশের আইজিপি জানিয়েছেন, এসব অস্ত্রের মধ্যে দুটি একে-৪৭ রাইফেল এবং একটি পিস্তল রয়েছে। পুলিশ আরও অস্ত্রের সন্ধান করছে।
আইজিপি জানিয়েছেন, নিহতদের মধ্যে জুনায়েদ গোজরি গত ১৩ মে পুলিশ সদস্য রিয়াজ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।