হোম > বিশ্ব > ভারত

ভারতে পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত

ভারতে প্রায় পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ২৮ হাজার ২০৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত তিন কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ ছাড়া গত একদিনে ভারতে করোনা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৩ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৬২৮ জন। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে গত একদিনে পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ। গত ১৫ দিন ধরে ভারতে পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার ৩ শতাংশেরও কম। 

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি-না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সবার ওপরে। এরপরই রয়েছে ব্রাজিল। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে